সিলেটশনিবার , ১২ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

খোয়াই নদীর পানি বিপদসীমার ২১০ সেন্টিমিটার ওপরে

Ruhul Amin
আগস্ট ১২, ২০১৭ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!


সিলেট রিপোর্ট:  :: 
 হবিগঞ্জে অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বিপদসীমার ২১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার সকাল ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম। এর আগে শুক্রবার সকাল থেকে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসায় নদীতে পানি বাড়তে থাকে। সন্ধ্যার দিকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে শহরের লোকজনের মধ্যে আবারো আতঙ্ক দেখা দেয়।

হবিগঞ্জের দুঃখ হিসেবে খ্যাত খোয়াই পানি বাড়ার কথা শুনে নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমা খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেন।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ভারতের খোয়াই অংশে পানি কমছে। হয়ত বিকালে পানি কমতে পারে।

স্থানীয়রা জানান, খোয়াই নদীর পানি বেড়ে যাওয়ায় শহরের লোকজনের মধ্যে আবারো আতঙ্ক দেখা দিয়েছে।