সিলেটসোমবার , ১৪ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় পানিবন্দি পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ

Ruhul Amin
আগস্ট ১৪, ২০১৭ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

ধর্মপাশা প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ৫টি গ্রামের ১০০ জন দরিদ্র পানিবন্দী পরিবারের মধ্যে খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, দুই কেজি করে চিড়া, এক কেজি করে গুড়, এক প্যাকেট করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও একটি করে খাবার স্যালাইন। 

সোমবার বিকেলে সুনামগঞ্জ জেলা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রশাসনের অর্থায়নে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, সেলবরষ ইউপি চেয়ারম্যান নূর হোসেন, উপজেলা পিআইও অফিসের অফিস সহকারী রতন সরকার প্রমুখ। 

এর আগে ওই দিন সকাল ১১টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের সামনে ১০০ জন দরিদ্র পানিবন্দী মানুষের মাঝে প্রত্যেককে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।