সিলেটবৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাওর জনপদে যাচ্ছে যুব জমিয়ত-এর কেন্দ্রীয় প্রতিনিধি দল

Ruhul Amin
আগস্ট ১৭, ২০১৭ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমীর নির্দেশে যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি দল শুক্রবার (১৮ আগষ্ট) ভোরে হাওর জনপদ  সুনামগঞ্জের জামালগঞ্জ ও ধর্মপাশায়  বন্যায় ক্ষতিগ্রস্থদের অবস্থা পর্যবেক্ষন ও তাদের যথাসাধ্য সহযোগিতার জন্য যাচ্ছে। জরুরী ত্রান সামগ্রির এই প্রতিনিধি দলে থাকছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক আলহাজ্ব এম আতিকুজ্জামান, যুব জমিয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি আল আমীন কাসেমী,কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সহসভাপতি মাওলানা আখতারুজ্জামান, প্রচার সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আরশাদ নোমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা সৈয়দ শুয়াইব আহমদ,মাওলানা এরশাদ খান আলহাবীব,মাওলানা রেজওয়ান আহমদ এছাড়া ও প্রতিনিধি দলে থাকছেন,ছাতক উপজেলা যুব জমিেতের সভাপতি মাওলানা রিয়াজ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বারি, জামালগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা কাউসার আহমদ প্রমুখ।
এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় সেনাবাহিনীর মাধ্যমে বিশেষ সহায়তা প্রদানের আহবান জানিয়েছেন যুব জমিয়ত নেতৃবৃন্দ। তারা বলেন, বিভিন্ন সময়ে দেখা গেছে সাধারণ জনগনের বরাদ্ধ লুটপাট করা হয়েছে। সাধারণ মানুষের হাতে সরাসরি সরকারী বরাদ্ধ পৌছানোর আহবান জানিয়ে সমাজের বিত্তবানদেরও যথাসাধ্য ত্রান তৎপরতা চালানোর অনুরোধ জানান।

প্রসঙগত, এবারের বন্যায় ২১ জেলায় ৩২ লাখ ৮৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। লাখ লাখ মানুষ গৃহহীন।এক লাখ ৭২ হাজার ২১৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সাত লাখ ৫২ হাজার পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় অর্ধশত লোক মারা গেছে।