সিলেটরবিবার , ২০ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নয়াসড়ক মোড়ে মাদানী তোড়ন র্নিমানের উদ্দোগ নেওয়া হয়েছে : মেয়র আরিফ

Ruhul Amin
আগস্ট ২০, ২০১৭ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটকে বাংলার আধ্যাত্মিক রাজধানী বলা হয়। মহান দরবেশ হযরত শাহজালাল (র) সহ অসংখ্য পীর আউলিয়ার স্মৃুতি বিজড়িত এই সিলেটে ভারত বিখ্যাত আলেম আল্লামা সৈয়দ হোসাইন আহমদ মাদানী দীর্ঘ দিন ইসলাম প্রচার করেগেছেন। তাদের প্রতি আমাদেরকে শ্রদ্ধা রাখতে হবে। তিনি বৃহত্তর সিলেটে অনেক মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা করেছেন।  মুলত এসব পীর আউলিয়াদের গুণেই আমাদের সিলেটকে মানুষ শ্রদ্ধা-ভক্তি করে। তাই এই আধ্যাত্মিক নগরীর মর্যাদা,সম্মান রক্ষায় আমি সকলের সহযোগিতা চাই। সিলেটের উন্নয়নে দলমতনির্বিশেষে সকলের এগিযে আসা উচিত। 
মেয়র আরিফ বলেন, সিটিকর্পোরেশনের পক্ষ থেকে নয়াসড়ক মসজিদ পুন:নির্মাণ এবং আওলাদে রাসুল সৈয়দ হোসাইন আহমদ মাদানীর স্মৃতি ধরে রাখতে নয়াসড়ক রাস্তার মোড়ে মাদানী  তোড়ন র্নিমানের উদ্দোগ নেওয়া হয়েছে। আমি সাধ্যমতো মসজিদ-মাদরাসার উন্নয়নে কাজ করার চেষ্টা করছি।
আজ (২০ আগষ্ট) রোববার সিলেট নগরীর রাযনগরস্থ জামেয়া দারুল উলুম সিলেট এর আল-ফাতাহ ছাত্র সংসদএর উদ্দোগে বাজেট উত্তর সংর্বধনা সভায় সংর্বধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  জামেয়ার মুহতামিম  মাওলানা আব্দুল মালিক চৌধুরী’র সভাপতিত্বে ও জামেয়ার শিক্ষা সচিব মাওলানা এম বেলাল আহমদ চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,  জামিয়া আমিনিয়া মংলিপাড় মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সিলেট রিপোর্ট সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, জামিয়া নাজাতুল উম্মাহর পরিচালক মাওলানা তোফায়েল আহমদ উসমানী, জামিয়ার সাবেক শিক্ষক, মাওলানা হাসান আহমদ, খালিদ বিন ওয়ালিদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুবকর সিদ্দীক সরকার ।  ইসলামী সংগীত পরিবেশন করেন জাগরনের পরিচালক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  জামেয়ার ভাইসপ্রিন্সিপাল মাওলানা সৈয়দ শোয়াইব আহমদ, শিক্ষক হাফিজ মাওঃ খলিলুল্লাহ, আল-ফাতাহ ছাত্র সংসদের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাই ,হাফিজ মাওঃ সামসুজ্জামান হাফিজ মাওঃ হাফিজুল ইসলাম লস্কর ,মুফতি জুনাইদ আহমদ ,মাওলানা সালমান আহমদ আফতাবী ,মাওলানা সদরুল আমিন চৌধুরী ,মাস্টার জহিরুল ইসলাম চৌধুরী আলবাব, হাফিজ ইবরাহীম খলিল, হাফিজ ইয়াহইয়া মন্জুর ,হাফিজ আব্দুল্লাহ মাহফুজ , হাফিজ খলিলুর রহমান , হাফিজ বুরহান উদ্দীন ,হাফিজ ফয়সল আহমদ জয়নুদ্দীন,ইউসুফ আল আজাদ,আমিনুল ইসলাম,জাকারীয়া সারওয়ার।  পরে জামেয়া ছাত্র সংদের পক্স থেকে মেয়রকে সম্মাননা  ক্রেষ্ট প্রদান করা হয়। মেয়র আরিফ পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন এজন্র তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।