সিলেটসোমবার , ২১ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বেফাক বোর্ডের মেধা তালিকায় সিলেটের তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ

Ruhul Amin
আগস্ট ২১, ২০১৭ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক্ব) এর তাহফিজুল কোরআন বিভাগে ২০১৭ সালের চূড়ান্ত মেধা তালিকায় প্রতিবারের মত সিলেট জোনে এবারও ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলহাজ্ব হাফেজ ক্বারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত একাধিকবারের বিশ্বসেরা প্রতিষ্ঠান তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ  মাদ্রাসা সিলেট শাখা মেধা তালিকায় শীর্ষ স্থান দখল করেছে। মেধা তালিকায় শীর্ষ ৫ পাঁচজন এই মাদরাস ছাত্র। তা হচ্ছে- ১. হাফেজ আহমদ সাইদী (বোর্ডে ১ম), ২. মিফতাউদ্দীন রেদওয়ান (বোর্ডে ২য়), ৩. জুবায়ের আহমদ (২য়), ৪. জুবায়ের সিদ্দীকি (বোর্ডে ৩য়) ও আহমাদুল্লাহ চৌধুরী (৩য়)।
এ উপলক্ষে গত ১৯ আগস্ট শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য যে, উক্ত মাদরাসা থেকে শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা স্থানীয় বিভাগীয় সহ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন হিফজুল কোরআন প্রতিযোগিতায় সফলতার স্বাক্ষর রাখছে। ২০১৫ সালে সৌদিআরবের জেদ্দায় বেসরকারি সংস্থা আল-হাইয়্যাতুল আলামিয়্যার আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় মাদরাসার শিক্ষার্থী সিলেটের হাফেজ আব্দুল্লাহ মাহফুজ তৃতীয় স্থান অর্জন করে।