সিলেটমঙ্গলবার , ২২ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শায়েখে কাতিয়ার কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী এম এ মান্নান

Ruhul Amin
আগস্ট ২২, ২০১৭ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

 

বিশেষ প্রতিনিধি: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সর্ব ক্ষেত্রে উন্নয়নের মহা জাগরন সৃষ্টি হয়েছে। তিনি বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জামেয়া ইসলামীয়া দারুল উলুম অলইতলী কাতিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা কুতুবে জামান হযরত মাওলানা আমিন উদ্দিন শেখ এ কাতিয়ার কবর জিয়ারত শেষে মাদ্রাসা প্রাঙ্গনে ৩ কোটি টাকা ব্যায়ে কাতিয়া ও পূর্ব কাতিয়া গ্রামে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বাস্তবায়নে সঞ্চালন লাইনের সুইচ টিপে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিমন্ত্রী কুতুবে জামান হযরত মাওলানা আমিন উদ্দিন শেখ এ কাতিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং  মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
কুতুবে জামান হযরত মাওলানা আমিন উদ্দিন শেখ এ কাতিয়ার বড় পুত্র জামেয়া ইসলামীয়া দারুল উলুম অলইতলী কাতিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ শেখ ইমদাদ উল্লাহ আমিনীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, শেখ এ কাতিয়ার পুত্র মাওলানা ইসমাঈল আমিনী, আলহাজ্ব মাওলানা মো: ইসহাক আমিনী, ইউপি সদস্য দুরুদ মিয়া, সাবেক ইউপি সদস্য সাব্বির আহমদ, সেলিম খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার সাইফুল আলম, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক আলী আহমদ,  হাফিজ হেদায়েত উল্লাহ আমিনী, হাফিজ খান, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমানসহ মাদ্রাসার শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান জামেয়া ইসলামীয়া দারুল উলুম অলইতলী কাতিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এসে পৌছলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর শুভেচ্ছা স্বাগতম স্লোগানে এলাকা মুখরিত হয়ে উঠে। প্রতিমন্ত্রী প্রথমেই মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করে  কুতুবে জামান হযরত মাওলানা শেখ এ কাতিয়ার কবর জিয়ারত করেন। এসময় মোনাজাত পরিচালনা করেন শেখ এ কাতিয়ার বড় ছেলে প্রিন্সিপাল হাফিজ শেখ ইমদাদ উল্লাহ আমিনী।