সিলেটবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে ব্যাংকের ভেতর থেকে ছিনতাইকারী আটক

Ruhul Amin
আগস্ট ২৪, ২০১৭ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার ডাচ বাংলা ব্যাংকের ভিতরে টাকা উত্তলনের সময় গ্রাহকের ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার সময় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে ডাচ বাংলা ব্যাংক মৌলভীবাজার শাখায় এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে পুলিশ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়। টাকা ছিনতাইকারী মো: নাসির (৫০) সে ঢাকা ডেমরা এলাকার মৃত আরিফ সরদারের ছেলে।

ছিনতাইর শিকার হওয়া গ্রাহক হায়দর মিয়া জানান, তার এক আত্বীয় লন্ডন থেকে ঈদ উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের টাকা দেয়ার জন্য ডাচ বাংলা ব্যাংকের মাধ্যেমে ৫০ হাজার টাকা পাঠান। টাকা উত্তলন করে একটি ব্যাগের ভিতর টাকা নিয়ে ব্যাংকের ভিতরে বসে থাকি। এ সময় আমার পাশে বসে ছিনতাইকারী নাছির ব্যাগের এক পাশে কেটে ফেলে, আমি টের পেলে সে পালিয়ে যেতে চাইলে আমি হাতানাতে ধরে ফেলি।

মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহাম্মদ জানান, তার সাথে আরো যারা জড়িত রয়েছে তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আর টাকা গুলো কোর্টের মাধ্যমে গ্রাহককে ফেরত দেওয়া হবে।