সিলেটবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হজ্বে গেলেন মেয়র আরিফ

Ruhul Amin
আগস্ট ২৪, ২০১৭ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে  ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেছেন ।
 আজ বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে হজ্ব ফ্লাইটে তিনি সৌদি আরব গমন করবেন।

কিন্তু হজে যাওয়ার পূর্বে তিনি তার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব না দিয়ে গেলেও তার অবর্তমানে পূর্বের মতো নগরভবন পরিচালনার দায়িত্ব পড়েছে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবের উপর।
 
মেয়র আরিফুল হক চৌধুরী এখনও ঢাকাতে অবস্থান করছেন।  তিনি জানান- ‘ উচ্চ আদালতে ‘অ্যাপিলেড ডিভিশনের’ সিদ্ধান্ত এখনও অপেক্ষমাণ রয়েছে। এছাড়া সুপ্রীম কোর্টের নির্দেশনাও রয়েছে। সেটি অনুযায়ী আমি মেয়রের নির্বাহী দায়িত্ব কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবের কাছে দিয়ে গেছি। আমার হজকালীন সময়ে তিনিই নগরভবন পরিচালনা করবেন।’

তিনি বলেন- ‘আদালতের নির্দেশনায় রয়েছে আমার অবর্তমানে দায়িত্ব পালন করবেন নগরভবনের প্রধান সরকারী কর্মকর্তা।’

তবে মেয়র আরিফুল হক চৌধুরী হজে যাওয়ার বিষয়টি উল্লেখ করে ২৩ আগস্ট বিকালে নগর ভবনের জনসংযোগ কর্মকর্তার ই-মেইল ঠিকানা থেকে যে পত্রটি প্রেরণ করা হয়েছিল সেটিতে দায়িত্ব প্রদানের কোন বিষয় উল্লেখ ছিল না।