সিলেটশুক্রবার , ২৫ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সম্প্রীতি প্রতিষ্ঠায় ছাত্র জমিয়তের কর্মীদের যোগ্য-মেধাবী নেতৃত্ব গঠন করতে হবে: আল্লামা কাসেমী

Ruhul Amin
আগস্ট ২৫, ২০১৭ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!


বারিধারায় ছাত্র জমিয়তের তরবিয়তি মাহফিলে আল্লামা কাসেমীর ভিডিও

https://www.youtube.com/watch?v=Jq1PhjOeU70

 

ঢাকা প্রতিনিধি: ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া বারিধারা ক্যাম্পাস শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী তারবিয়তী ইজতেমা সম্পন্ন হয়েছে৷ শুক্রবার (২৫ আগষ্ট) সকাল ৮ টা থেকে শুরু হয়ে জুমুয়া ও দুপুরের খাবারের বিরত ব্যতিত টানা বিকেল ৫ টা পর্যন্ত চলে৷ বারিধারা ক্যাম্পাস ছাড়াও ঢাকায় অবস্থানরত ছাত্র জমিয়তের বিভিন্ন শাখা ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কর্মীবৃন্দ এতে উপস্থিত ছিলেন৷ ক্যাম্পাস সভাপতি  মুফতি জাকির হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর  মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী৷ প্রধান অতিথির বক্তব্যে আল্লামা কাসেমী বলেন, দেশ আজ গভীর সংকটে৷ ইসলাম ও মুসলমানদের উপর কাফের মুশরিকদের অব্যাহত ষড়যন্ত্রে ঈমান-আকীদা হরনের চেষ্টা চলছে৷ বিশেষত স্যকুলার সিলেবাসের নামে কোমলমতি শিক্ষার্থীদের ধর্ম থেকে দূরে সরানোর পায়তারা চলছে৷ শিক্ষার নামে মুসলিম ছাত্রদের নাস্তিকতা ও হিন্দুত্ববাদের পথে ঠেলে দেয়ার জন্য সিলেবাসে আবারও পরীবর্তনের আভাস পাওয়া যাচ্ছে৷ কাসেমী বলেন, ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে৷ এবং ঈমান-আকীদা রক্ষা ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় ছাত্র জমিয়তের নেতৃত্বে সারা দেশে একঝাক যোগ্য ও মেধাবী নেতৃত্ব গড়ে তুলতে হবে৷ যারা আগামী দিনে ইসলামের পাহাদারের ভূমিকা রাখবে৷ ছাত্রনেতা আব্দুর রহমান নাদীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন, জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আবদুর রব ইউসূফী, কেন্দ্রীয় যূগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি  হাফেজ মাওলানা  মন্জুরুল ইসলাম আফেন্দী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন,  ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মুফতি নাসির উদ্দিন খান৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব জমিয়তের ভারপ্রাপ্ত সম্পাদক মুফতি আল আমীন কাসেমী, যুব জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা রেজাউল কারীম, ছাত্রনেতা আহমদুল হক উমামা, শাহাদত হোসাইন, সোহাইল, শাহিদ হাতিমী  প্রমূখ৷ দলীয় সংগীত পরিবেশন করেন বারিধাস্থ সিলেট জোন ছাত্র জমিয়তের সহসাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ৷