সিলেটরবিবার , ২৭ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে জমে উঠেছে পশুর হাট

Ruhul Amin
আগস্ট ২৭, ২০১৭ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

সুহেল হাসান. জগন্নাথপুর প্রতিনিধি:: মুসলমানদের ধর্মীয়  উৎসব ঈদুল আযহাকে সামনে রেখে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় কোরবানীর পশুর হাট জমে উঠেছে। উপজেলার বিভন্ন বাজারে প্রচার প্রচারনা চালিয়ে বসছে স্থায়ী-অস্থায়ী গরু-ছাগলের হাট । উপজেলার অন্যতম গরু-ছাগলের হাঠ রসুলগঞ্জ, জগন্নাথপুর বাজার, কেশবপুর, রানীগঞ্জ, ভবেরবাজার,কলকলি। ঈদের আর মাত্র কয়েক দিন বাকী থাকায় বাজারের ক্রেতা-বিক্রেতাদের উপছেপড়া ভীড় রযেছে । পছন্দমত গরু দেখে দরদাম করছেন ক্রেতারা। দরখষাখষী চলছে ক্রেতা বিক্রেতার মধ্যে । তবে বিগত বছরের তুলনায় এবার গরুর দাম বেশী গুনতে হচ্ছে ক্রেতাদের। এবছর দেশী গরুর চাহিদাও বেশী রয়েছে।
রোববার ২৭ আগষ্ট জগন্নাথপুর পৌর সদরের হেলিপ্যাড মাঠে পশুর হাট বসেছিল। বিভিন্ন সুযোগ-সুবিধা ও যাতায়াত ব্যবস্থার দিক থেকে সুবিধাজনক হওয়ায় এ হাঠে অন্যান্য হাঠের তুলনায় ক্রেতা-বিক্রেতা ও পশুর সংখ্যা অনেক বেশি।
জগন্নাথপুর বাজারে হেলিপ্যাড হাঠের ইজারাদার আনিছ আলী (বাবুর্চি) বলেন, অন্যবছরের তুলনায় এবছর পশুর দাম বৃদ্ধি পেয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার পশুর দাম একটু বেশি হলেও বাজারে ভাল মানের দেশি পশু পেয়ে ক্রেতারা সন্তোষ্ট রয়েছেন। বেশীরভাগ ক্রেতাদের বাজেট ৪০/৫০ এর মধ্যে গরু ক্রয় করার।

রানীগঞ্জ বাজারের ইজারাদার দিদার আহমদ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও রানীগঞ্জ বাজারে বসেছে কোরবানীর পশুর হাঠ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আাসা ক্রেতাদের ভীর রয়েছে হাঠে। বিক্রেতারাও পশু বিক্রি করছেন দামও পাচ্ছেন ভাল।  তাছাড়া ক্রেতারাও তাদের পছন্দমত পশু ক্রয় করছেন। রানীগঞ্জ বাজার জগন্নাথপুরের অন্যতম বাজার হওয়াতে এখানে বাইরের ব্যাপারীরা বেশী আসে।