সিলেটরবিবার , ২৭ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে বন্যার্তদের মধ্যে ২০ লাখ টাকার অর্থ সহায়তা প্রদান

Ruhul Amin
আগস্ট ২৭, ২০১৭ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুর প্রতিনিধি :: সাম্প্রতিক সময়ে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের মধ্যে  ইউনাইটেড মেথডিষ্ট কমিটি অন্ রিলিরের অর্থায়নে সুনামগঞ্জের তাহিরপুরে ৫ শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে রোববার ২০ লাখ টাকা শর্তহীন নগদ অর্থ সহায়তা ও স্বাস্থ্য সূরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।’ 

জানা গেছে, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের উদ্যোগে উপজেলার বড়দল উওর ইউনিয়নের বারহাল রমজান আলী এতিমখানা প্রাঙ্গনে উপকারভোগী প্রত্যেক সদস্য/ সদস্যাদের নগদ ৪ হাজার টাকা, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ টেবলেট, স্যানিটারি ন্যাপকিন, টয়লেটে সাবান, কাপড় ধোয়ার সাবান ও ১০ লিটার পানি ধারণ ক্ষমতাসম্পন্ন ২টি করে বালতি বিতরন করা হয়।  রোববার দিনব্যাপী নগদ অর্থ সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ করেন এতিমখানার প্রতিষ্ঠাতা স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম।’ 

এ সময় পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক এমএ রাজ্জাক, মুসলিম এইড তাহিরপুর শাখার ফিল্ড কো- অর্ডিেেনটর মো. আল- আমিন, সিএম মো. আবু বক্কর, জাহেদুল ইসলাম, সামছুর রহমান, আসাদুজ্জামান, হাফিজুর রহমান, ইউপি সদস্য শবদর আলী, জিয়াউর রহমান, স¤্রাট মিয়া, শফিকুল ইসলাম সহ উপজেলার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্ধ প্রমুখ উপস্থিত ছিলেন।