সিলেটসোমবার , ২৮ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দারুল আজহারে ইরতিদাদ বিষয়ক সেমিনার সম্পন্ন

Ruhul Amin
আগস্ট ২৮, ২০১৭ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  আগ্রাসী শক্তির আগ্রাসনের শিকার গোটা মুসলিম বিশ্ব ৷ ইউরোপের রাজনৈতিক, পশ্চিমাদের সাংস্কৃতিক আগ্রাসনের আবরণে মারাত্মকরূপে ইরতিদাদী ফেতনা অনুপ্রবেশ করছে মুসলিম বিশ্বে ৷ এটি ধেয়ে আসছে আমাদের বাংলাদেশেও | বিশ্বনবী সা. এর ইন্তেকালের পর আরবের সীমান্তবর্তি গোত্রগুলোতে যে ইরতিদাদী ফেতনার আত্মপ্রকাশ ঘটেছিল, ‘স্পেন’ থেকে বিতাড়ীত মুসলমানদের মাঝে মহামারীরূপে যে ইরতিদাদী ফেতনার অনুপ্রবেশ ঘটেছিল, এর চে- বর্তমান ইরতিদাদী ফেতনা আরো কঠিন, আরো ভয়ানক | এর বিষক্রিয়া মুহুর্তেই ছড়িয়ে পড়েছে মুসলিম বিশ্বের আনাচে কানাছে, প্রতিটি জনপদে | ইরতিদাদ মানে ধর্মত্যাগ করা | পরিভাষায় রাসুল সা. এর শিক্ষা, আদর্শ যা বর্ণনা ধারায় অকাট্যভাবে প্রমানিত বা ইসলামের কোনো কিছু যা কুরআন ও হাদিস দ্বারা নিশ্চিতরূপে ছাবিত তা অস্বীকার করা! আর অস্বীকার এবং অবিশ্বাসকারী ব্যক্তিকে কাফের বা মুরতাদ বলেন ৷ মহাগ্রন্থ আল কুরআন বলছে- “ফেতনা হত্যার চেয়েও কঠিন অপরাধ”|

. বৃহষ্পতিবার, বাদ সন্ধ্যায় সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ দারুল আজহার মডেল মাদরাসায় আয়োজিত “ফিতনায়ে ইরতিদাদ, গতি প্রকৃতি ও আমাদের ভাবনা” শীর্ষক সেমিনারে বক্তারা উপরুক্ত কথাগুলো বলেন ৷ মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মনজুরে মাওলার সভাপতিত্বে সুচিত সেমিনারে মূখ্য আলোচকের তথ্যবহুল ও অত্যন্ত গুরুত্বপুর্ণ আলোচনা পেশ করেন কবি গবেষক শায়খ মাওলানা মুসা আল হাফিজ ৷ উপস্থিত ছিলেন দারুল আজহারের ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা জাকারিয়া আল হাসান, ইকরা আল মাদানিয়া সিলেটের ভাইস প্রিন্সিপাল মাওলানা আলী খান, মাওলানা লুৎফুর রহমান নোমান সহ সিলেটের  অর্ধশত আলেম ৷