সিলেটমঙ্গলবার , ২৯ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় সিলেটে মৎস্য সম্পদের ক্ষতি ৪৫ কোটি টাকার

Ruhul Amin
আগস্ট ২৯, ২০১৭ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সাম্প্রতিক বন্যায় সিলেট বিভাগের চার জেলায় ৪৫ কোটি ২০ লাখ টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। দেশের আটটি বিভাগে এই ক্ষতির পরিমাণ ৭৭৫ কোটি টাকা। বাংলাদেশ মৎস্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছেন। মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সাম্প্রতিক বন্যায় মৎস্য সম্পদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রংপুর বিভাগে। এ বিভাগে ক্ষতির পরিমাণ ৩৩০ কোটি ৩৪ লাখ টাকা। এছাড়া খুলনায় ২২৪ কোটি ৪৩ লাখ টাকা, সিলেটে ৪৫ কোটি ২০ লাখ টাকা, রাজশাহীতে ৩৮ কোটি ১৮ লাখ টাকা, ময়মনসিংহে ৩৫ কোটি ৩০ লাখ টাকা, ঢাকায় ২০ কোটি ৫১ লাখ টাকা ও চট্টগ্রামে ২০ কোটি ৪১ লাখ টাকার ক্ষতি হয়েছে। মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলছেন, ‘এবারের বন্যা মৎস্য সম্পদের যথেষ্ট ক্ষতি করেছে। আমরা এ ক্ষতি নিরূপণ করেছি। এখন তা কীভাবে পুষিয়ে ওঠা যায় তার চেষ্টা হচ্ছে।’