সিলেটবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দারুল কিরাত আল মাদানিয়ার ফলাফল ঘোষণা

Ruhul Amin
সেপ্টেম্বর ৭, ২০১৭ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  ‘দারুল কিরাত আল মাদানিয়া কুরআন প্রশিক্ষণ বোর্ড’ সিলেটের ২০১৭ সালের রমযান মাসে ক্বেরাত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বাদ যোহর নগরীর শেখঘাট পয়েন্টস্থ বোর্ডের অস্থায়ী কার্যালয়ে  অনুষ্ঠিত হয়েছে।  ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দারুল কিরাত আল মাদানিয়া বোর্ডের প্রতিষ্ঠাতা  মহাপরিচালক মাওলানা কারী হুমায়ূন কবীর বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয়েরকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জে এ কাজল খান, অনলাইন নিউজ পোর্টাল সিলেট রিপোর্ট ডটকম সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী। বোর্ডের প্রতিষ্ঠাতা  সদস্য বিশিষ্ট লেখক শাহিদ হাতিমীর সঞ্চালনায় সূচিত অনুষ্ঠানে সকল শ্রেণির ফলাফল ঘোষণা করেন প্রধান কেন্দ্রের পরিচালক  মুফতি মাওলানা কারী  ইজাদুর রহমান। অনুভূতি পেশ করেন বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট কারী মাওলানা জাকারিয়া আল আযাদ, কারী মাওলানা কায়সান মাহমুদ আকবরী, কারী ইয়াসিন আহমদ প্রমুখ। চলতি সনে সনদ জামাত পড়–য়া ৯০ জন প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে মুমতাজ প্রাপ্ত (এ প্লাস)  ২১ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তরা বলেন, কুরআনের শিক্ষাকে সব সময় সাথে নিয়ে চললে অবশ্যই সফলতা আসবে। যারা কুরআন পড়ে এবং পড়ায় তারা হাদীসের ভাষায় শ্রেষ্ঠ মানুষ। দারুল কিরাত আল মাদানিয়ার কুরআনী এ কার্যক্রম অব্যাহত রাখতে আমাদের আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে সব সময় পাশে থাকব। তোমরা যারা এই প্রশিক্ষণে উত্তীর্ণ হয়েছ এবং পুরস্কার গ্রহণ করেছ তোমাদেরকে এগিয়ে যেতে হবে অনেক দূর। আর যারা পুরস্কার পাওনি তাদেরকে আগামীতে পুরস্কার পাবার চেষ্টা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বোর্ডের বিশিষ্ট মুরব্বী মাওলানা কারী আব্দুর রহমান।