সিলেটরবিবার , ১০ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নির্যাতন বন্ধ করে রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে হবে : যুব জমিয়ত বাংলাদেশ

Ruhul Amin
সেপ্টেম্বর ১০, ২০১৭ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা গণহত্যা বন্ধ ও বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে তাদের দেশে নাগরিকত্বসহ সব ধরনের সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এক বিবৃতিতে যুব জমিয়ত নেতৃবৃন্দ বলেন, রোহিঙ্গাদের উপর যে বর্বরোচিত হামলা হচ্ছে তা কোন ভাবেই সর্মথন যোগ্যনয়। বাংলাদেশ সরকারকে মিয়ানমারের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে আহবান জানানো হয়। বিবৃতি দাতারা হলেন, যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি আল আমীন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী প্রমুখ।
বিবৃতিতে বলা হয়, বিশ্বের বিবেকবানদের এ হত্যাযজ্ঞ প্রতিহত করতে বিশেষ করে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালনে বাধ্য করতে হবে। জীবন বাঁচাতে যেসব রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু বাংলাদেশে অবস্থান নিয়েছে তাদের মানবতার স্বার্থে বাংলাদেশ আশ্রয় দিয়েছে, কিন্তু এই রোহিঙ্গাদের জাতিসংঘের তত্ত্বাবধানের মিয়ানমানের মধ্যেই একটি সেইভ জোন করে তাদেরকে নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে তাদের সেখানে ফেরত নিতে হবে।’