সিলেটসোমবার , ১১ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

একনজরে ‘সিলেট সিক্সার্স’

Ruhul Amin
সেপ্টেম্বর ১১, ২০১৭ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ এবারই প্রথমবারের মতো সিলেটি মালিকানায় অংশগ্রহণ করছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। নামও বদলে গেছে এ ফ্র্যাঞ্চাইজির। বিপিএলের শুরুর দুই আসরে সিলেট রয়্যালস এবং তৃতীয় আসরে সিলেট সুপার স্টারস নামে মাঠে নামলেও এবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেলে সাহেদ মুহিতের মালিকানায় সিলেট সিক্সার্স নামেই আত্মপ্রকাশ ঘটেছে এ ফ্র্যাঞ্চাইজির।

বিপিএলে মাঠের লড়াইয়ের এখনও অনেকটা সময় বাকি। তবে তার আগে রবিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জমকালো আসরে নিজেদের উপস্থিতির জানান দিল সিলেট সিক্সার্স। নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেট সিক্সার্স’র শুভসূচনা অনুষ্ঠানে ছিল লোগো উন্মোচন ও সংবাদ সম্মেলন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি, আগামী ৩ বছর বিপিএলে সিলেট সিক্সার্সকে দেখতে পাবেন আপনারা। এর বেশি নিশ্চয়তা দিতে পারছি না, কারণ আমার বয়স হয়েছে।’
 
তিনি বলেন, ‘সিলেট সিক্সার্স ভালো খেলতে চায়। দলের সাথে ভালো ক্রিকেটার, ভালো কর্মকর্তা রয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো খেলবে সিলেট সিক্সার্স।’

ক্রিকেট অপারেশন্স: টিম ডিরেক্টর ফারুক আহমদ, হেড কোচ জাহিদ এহসান, টিম ম্যানেজার হাসিবুল হোসাইন শান্ত, এসিস্ট্যান্ট কোচ একেএম মাহমুদ ইমন, টিম আইকন প্লেয়ার সাব্বির রহমান, টিম প্লেয়ার নাসির হোসাইন, তাইজুল ইসলাম, কাজি নুরুল হাসান।

ম্যানেজমেন্ট টিম: চেয়ারম্যান, সাহেদ মুহিত, ভাইস চেয়ারপার্সন ফারজানা চৌধুরী, চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইয়াসির ওবায়েদ, এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট টু সিইও মোবাশির আহমেদ চৌধুরী, ম্যানেজিং ডাইরেক্টর মাশেদ আর আব্দুল্লাহ, ডিরেক্টর (কমিউনিকেশন্স) মানতাসা আহমেদ, ডিরেক্টর (ফিন্যান্স) সামিনা মুহিত, ডিরেক্টর (লিগ্যাল অ্যাফেয়ার্স) সৈয়দ আফজাল হাসান উদ্দিন (রেজভি), ডিরেক্টর (হিউম্যান রিসোর্স) সৈয়দ আখতার হাসান উদ্দিন, ডিরেক্টর (পাবলিক রিলেশন্স অ্যান্ড মিডিয়া) সৈয়দ নাজমুস সাকিব, ডিরেক্টর (সিলেট অ্যাফেয়ার্স) শফিউল আলম চৌধুরী নাদেল, ডিরেক্টর (সিলেট মিডিয়া) মাহি উদ্দিন আহমদ সেলিম।
বোর্ড অব অ্যাডভাইজার্স: চেয়ারম্যান, আবুল মাল আবদুল মুহিত এমপি, ভাইস চেয়ারম্যান, নাসির আহমেদ চৌধুরী, অ্যাডভাইজার, লায়লা রহমান কবির, অঞ্জন চৌধুরী, গাজী আশরাফ হোসেন লিপু, আলতামাশ কবির, নিহাদ কবির।