সিলেটসোমবার , ১১ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হিউম্যানিটি ফর রোহিঙ্গার দক্ষিণ সুনামগঞ্জ কমিটি গঠন

Ruhul Amin
সেপ্টেম্বর ১১, ২০১৭ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রেজওয়ান অাহমেদ : হিউম্যানিটি ফর রোহিঙ্গা’র দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমটি কঠন করা হয়েছে। আজ সোমবার পঞ্চগ্রাম ইমদাদুল উলূম কামরূপদলং মাদরাসা মিলনায়তনে
হযরত মাওলানা শায়খ অাকবর অালী দা:বা: ‘র সভাপতিত্বে  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ’র প্রচার সচিব, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।  সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। উপদেষ্ঠা  মাওলানা শায়খ অাকবর অালী
মাওলানা শায়খ অাফসার উদ্দিন
▪ অাহবায়ক ▪মাওলানা মুশতাক অাহমদ গাজিনগরী।
▪ যুগ্ম অাহবায়ক ▪
মাওলানা অাব্দুল্লাহ
▪ সদস্য সচিব ▪
মাওলানা অাব্দুল হাই।
▪ অর্থ সচিব ▪
মাওলানা অানোয়ার পাশা
▪ প্রচার সচিব ▪
মাওলানা রেজওয়ান অাহমেদ
▪ সদস্য বৃন্দ ▪
মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী
মাওলানা অাতিকুর রহমান
মাওলানা মহসিন অাহমদ
মাওলানা রুহুল অামিন
মাওলানা ইলিয়াস অাহমদ
এম অাব্দুল হাফিজ
এম অাবুল কালাম
মাওলানা মাসরুর অাহমদ।
সভায় ২১ সেপ্টেম্বর সকাল ১০টা সিলেটের হুমায়ূন রশীদ চত্তর থেকে রোডমার্চের উদ্বোধনী যাত্রা ও ২২ সেপ্টেম্বর বেলা ৩টায় টেকনাফে রোডমার্চ পরবর্তী মহাসমাবেশ সফলের আহবান জানানো হয়।
যারা রোডমার্চে অংশগ্রহণ করতে চান ,তারা যোগাযোগ করা যাবে
01712365254
01716901788
01745878783