সিলেটমঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ৩ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধী মামলা

Ruhul Amin
সেপ্টেম্বর ১২, ২০১৭ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শামছুল আলম তালুকদার ওরফে জুনু মিয়াসহ (৬৫) তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার যুদ্ধাপরাধের অভিযোগে একটি মামলা হয়েছে। সুনামগঞ্জের আমলগ্রহণকারী বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেছেন জামালগঞ্জ উপজেলার সদরকান্দি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধার সন্তান মো. আবদুল জলিল। মামলার অপর দুই আসামি হলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামের মো. মজনু মিয়া (৬৬) ও এনাম উদ্দিন (৬২)। আদালতের বিচারক আবু আমর মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানো আদেশ দিয়েছেন।বাদী অভিযোগে উল্লেখ করেন, মো. সামছুল আলমের বাবা আবুল মনসুর আহমদ তালুকদার ওরফে লাল মিয়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনির দোসর ও ভয়ংকর সন্ত্রাসী ছিল। লাল মিয়া এলাকায় রাজাকার বাহিনির প্রধান ছিল। মুক্তিযুদ্ধের তিনি এলাকায় অসংখ্য ঘরবাড়িতে আগুন দিয়েছে, মানুষকে নির্যাতন করেছে। আর এসব কাজে তার ছেলে শামছুল আলম ও অন্য আসামিরাও যুক্ত ছিল। মামলায় আরও উল্লেখ করা হয়, ১৯৭১ সালে ৩ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে মামলার তিন আসামিসহ তাদের সহযোগী ১২ থেকে ১৪জন রাজাকার অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে যায়। তখন তার বাবা আবদুল গণিকে তারা খুঁজে না পেয়ে তাদের বাড়িঘরে লুটপাট চালায় এবং আগুন ধরিয়ে দেয়। লাল মিয়া মারা যাওয়ায় তাকে মামলায় আসামি করা হয়নি। বাদী পক্ষের আইনজীবী মো. শফিকুল আলম জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন।