সিলেটবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘রোহিঙ্গা ইসুতে নিরাপত্তা পরিষদ ব্যর্থ’

Ruhul Amin
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে জাতি নিধন ‘উৎসবের’ বিষয়টি এড়িয়ে যাচ্ছে (ইগনোরিং) জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এমন অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক শীর্ষ দুটি সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে নিরাপত্তা পরিষদের বিরুদ্ধে এ অভিযোগ আনে। এতে দুই সংগঠনের প্রতিনিধিরা বলেন, নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী সংগঠন। তারা রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানো হলেও মুখ খুলতে ব্যর্থ হয়েছে। এমন কি চলমান এই সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানাতেও ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, আজ সুইডেন ও বৃটেনের আহ্বানে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে এজেন্ডা একটিই। তাহলো রাখাইনে রোহিঙ্গা সঙ্কট। এই বৈঠকের আগে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ওই সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার জাতিসংঘ বলেছে, ২৫ শে আগস্ট রাখাইনে সহিংসতা শুরুর পর পালিয়ে বাংলাদেশে এসেছে কমপক্ষে তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা। প্রতিদিন আসছে হাজার হাজার। সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস ওয়াচের জাতিসংঘে নিযুক্ত পরিচালক লুইস চারবোনেউ রোহিঙ্গা সঙ্কটের বিষয়ে বলেন, এটা একটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার হুমকি। আর এ সময় নীরবে বসে থাকায় নিরাপত্তা পরিষদের কোনো অজুহাত থাকতে পারে না।