সিলেটবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মুসলিমবিরোধী এক উগ্র বৌদ্ধ ভিক্ষুর কথা

Ruhul Amin
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিবিসি : মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে বৌদ্ধদের মনে ভীতি ছড়ানোর জন্য অভিযুক্ত করা হয় উগ্রপন্থি বৌদ্ধ ভিক্ষু আশ্বিন উইরথুকে। আর এই কাজ তিনি দেড় দশক ধরে করে আসছেন।

শুধু তাই নয়, অন্য অনেক বিষয়ে তিনি তার উগ্র মনোভাবের পরিচয় দিয়েছেন। এমনকি তিনি জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ইয়াংহি লিকে ‘বেশ্যা’ বলে গালমন্দ করেছেন। ১৫ বছর আগেও এই বৌদ্ধ ভিক্ষু কারও কাছে পরিচিত ছিলেন না। ১৯৬৮ সালে জন্ম নেওয়া আশ্বিন উইরাথু ১৪ বছর বয়সে স্কুল ছেড়ে ভিক্ষু হতে গিয়েছিলেন। ২০০১ সালে তিনি মুসলিমবিরোধী এবং জাতীয়তাবাদী একটি গ্রুপ গঠন করেন, যার নাম ছিল ৯৬৯ গ্রুপ। এ সংগঠনটিকে উগ্রপন্থি হিসেবে বিবেচনা করা হয়। যদিও উগ্রপন্থার বিষয়টি উইরাথুর সমর্থকরা বরাবরই অস্বীকার করে আসছেন। বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ২০০৩ সালে তাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু ২০১০ সালে অন্যান্য রাজবন্দীর সঙ্গে তাকে মুক্তি দেওয়া হয়। সরকার নিয়ম শিথিল করার পর তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ সক্রিয় হয়ে ওঠেন। তিনি ইউটিউব ও ফেসবুকে তার নানা ধরনের বক্তব্য ছড়াতে থাকেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে তার ৩৭ হাজারের বেশি ফলোয়ার ছিল। ২০১২ সালে রাখাইন রাজ্যে মুসলমান ও বৌদ্ধদের মধ্যে যখন তীব্র সংঘাত শুরু হয়, সে সময় আশ্বিন উইরাথু তার জ্বালাময়ী বক্তব্য নিয়ে জনসমক্ষে আসেন। তার একটি পরিচিত উক্তি ছিল, ‘তুমি যা-ই কর, সেটা একজন জাতীয়তাবাদী হিসেবে করবে। ’ তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি ‘বার্মার বিন লাদেন’ কিনা? জবাবে উইরাথু বলেছিলেন, এ বিষয়টি তিনি অস্বীকার করবেন না। বিবিসি বাংলা।