সিলেটরবিবার , ১৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোডমার্চ সফলে হিউম্যানিটি ফর রোহিঙ্গার মতবিনিময় সভা অনুষ্ঠিত

Ruhul Amin
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ এর আহবানে আগামি ২১-২২ সেপ্টেম্বর মিয়ারমার (সিলেট টু টেকনাফ) অভিমুখে রোডমার্চ সফল করে তোলার লক্ষ্যে রোববার বিশ্বনাথের বিভিন্ন প্রতিষ্ঠিান ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করা হয়েছে। হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ এর মিডিয়া সেলের সদস্য মুহাম্মদ রুহুল আমীন নগরী ও জামিয়া দারুল হুদা সিলেটের বোর্ডিং সুপার মাওলানা ইসমতউল্লাহ সিদ্দিকী জামিয়া মাদানিয়া বিশ্বনাথ,রামপাশা হাফিজিয়া মাদ্রাসা,গড়গড়ি মাদরাসায় পৃথক পৃথক ভাবে মতবিনিময় করেন। জামিয়া মাদানিয়া বিশ্বনাথের মুহতামিম মাওলানা শিব্বির আহমদ , মাসিক আল ফারুকের সম্পাদক মন্ডলীর সভাপতি মাওলানা রশীদ আহমদ, মুফতি খন্দকার হারুনুর রশীদ, মাওলানা হাম্মাদ গাজিনগরী উপস্থিত ছিলেন। এদিকে রামপাশা মাদরাসায় মাওলানা ফেরদাউস রহমান, মাওলানা আনিসুর রহমান, মাওলানা মাহ আলম আমিনী, মাওলানা নেছার আহমদ, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা ছানাউল্লাহ, মাওলানা আব্দুল গফ্ফার, মাওলানা মাসউদ আহমদ, মাষ্টার হুসাইন আহমদ, মাষ্টার শহীদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী  জামেয়া তাওক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন রোহিঙ্গাদের উপর ইতিহাসের বর্বরোচিত হামলার প্রতিবাদে সাধ্যানুযায়ী অংশ গ্রহন করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। তিনি বিশ্ব পরিস্থিতি পর্যালোচনা করে বলেন রোহিঙ্গাদের স্থায়ী আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিবেক জাগ্রত করতে হবে। এর জন্য আমরা সিলেটের পুণ্যভূমি থেকে রোডমার্চের ঘোষণা করেছি। তিনি দলমত নির্বিশেষে সবাইকে রোডমার্চে অংশ গ্রহণের জন্য সিলেটবাসীর প্রতি উদাত্ব আহবান জানান।রোববার বিকেলে শহরতলীস্থ জামিয়া দারুল কোরআন সিলেটে রোডমার্চ বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়কারী মাওলানা ইউসুফ খাদিমানীর সভাপতিত্বে  অনুষ্ঠিত এক সভায় তিনি এ আহবান জানান। হিউম্যানিটি ফর রোহিঙ্গার চেয়ারম্যান মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর নেতৃত্বে একটি  প্রতিনিধিদল  ঢাকা, চট্রগ্রাম, কক্সবাজার ও টেকনাফে টানা ৫ দিনের সফর ও দেশের শীর্ষ উলামা মাশায়েখের সাথে সাক্ষাত পরবর্তী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরুক্ত কথা বলেন। সভায়  বক্তব্য রাখেন জমিয়তে উলামাযে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, রোডমার্চের আহবায়ক, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা হাবিবে রব্বানী, মাওলানা আলীনুর,মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা কবির আহমদ, মাওলানা মাসউদ আযহার জৈন্তাপুর, মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা কবির আহমদ খান , মাওলানা ইসমত উল্লাহ সিদ্দিকী, পুষ্পকলি সাহিত্র সংঘের সেক্রেটারী শাহীদ হাতেমী, মাওলানা সৈয়দ শোয়াইব আহমদ, মাওলানা মুতিউর রহমান প্রমুখ।