সিলেটসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আমিই রোহিঙ্গা

Ruhul Amin
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

::  আমিন মুহাম্মাদ ::
রোহিঙ্গা!
সেতো আমিই৷

রক্তাক্ত!
সেতো আমার পিতা, ভাই,  অথবা প্রিয়তম বন্ধু৷

ধর্ষিতা!
সেতো আমার মা, বোন, অথবা প্রাণের কোন আত্মীয়৷

ওই যে দেখছো মাটিতে মূখ থুবড়ে পড়ে আছে শিশুটি,
সে প্রতিদিন খেলা করতো আমার কোলে বসে৷
মাতিয়ে রাখতো সারা পরিবার৷

আমার প্রাণচঞ্চলা ছোট্ট বোনটি আজ আর
ভাইয়া ভাইয়া বলে বায়না ধরে না এটা-ওটার৷
আমার দেড় বছরের প্রাণের টুকরোটি
ভোরে ঘুম থেকে উঠে আজ আর খোজ করে না বালিশের নীচে
কী রাখা আছে ওর জন্য?
প্রিয়তমা স্ত্রীর মায়াবী কণ্ঠ থেকে আজ আর ভেসে আসে না
ওগো শুনছো!
তুমি কি আজ বাজারে যাবে?
আমার না তেলটা ফুরিয়ে গেছে৷
কোথায় ওরা আজ?

মা-বাবা, ভাই-বোন নিয়ে আমার একটা সাজানো সংসার ছিলো৷
কী হলো এসবের?

চারিদিকে শুধু ধ্বংসস্তুপ আর মানুষপোড়া গন্ধ৷
আকাশ অবধি শুধু ধোঁয়া আর ধোঁয়া৷
আমি কি মানুষের পৃথিবীতে আছি?
বেঁচে আছি নাকি মরে গেছি?

নাকি আমিই শুধু জীবিত আর
মৃত্যুবরণ করেছে সারা পৃথিবী?
বেঁচে থাকলে জবাব দাও মানবতা!

আমি কি আবারো ফিরে পাবো
আমার সাজানো সংসার?

আমার প্রাণের বন্ধু, প্রিয়তমা স্ত্রী আর
দেড় বছরের প্রিয় পুত্রটিকে?
আমি কি হাসতে পারবো আবারো?

নাকি রোহিঙ্গা অথবা মুসলমান হওয়াই আমার
এ দুর্দশার কারণ?

জবাব দাও!
জবাব দাও পৃথিবী!
জবাব দাও মানবতার ফেরিওয়ালা বিশ্ব মোড়লেরা!