সিলেটমঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিরাতুন্নবী (সা:) কমিটি সিলেটের মানববন্ধন

Ruhul Amin
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানাদের উপর আং সান সুচির সেনাবাহিন ও বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে গতকাল ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ আছর সিরাতুন্নবী (সা:) কমিটি সিলেটের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সিরাতুন্নবী (সা:) কমিটির সহ সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাওলানা ক্বারী মুখতার আহমদের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি মাওলানা আব্দুল মান্নান ও কারী মোঃ একরামুল আজিজ একরাম, সিলেট মহানগর জমিয়তের সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সহ সাধারণ সম্পাদক মাওলানা আলী নূর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল হাই, মাওলানা খলিলুর রহমান, ইমাম সমিতি সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা গিয়াস উদ্দিন, সিলেট মহানগর জমিয়তের সহ প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, কমিটির প্রচার সম্পাদক কারী মাওলানা হেলাল আহমদ, আব্দুল আজিজ ফয়সল, হাফিজ সাইফুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ফয়েজ উদ্দিন, হাফিজ আব্দুল করিম দিলদার, হাফিজ শাহিদ হাতিমী, হাফিজ আব্দুল করিম হেলালী, কায়ছান মাহমুদ আকবরী প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন,  রোহিঙ্গা মুসলিম গণহত্যার জন্য অং সান সুচিকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাড় করাতে হবে। রোহিঙ্গা মুসলিমদের প্রতিটি রক্তে ফোটার দাম অং সান সুচিকে দিতে হবে। তিনি সকল মুসলমান রাষ্ট্রকে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে মায়ানমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং মায়ানমারের রাখাইনে স্বাধীনভাবে মুসলমানদের বসবাসের নিশ্চয়তা প্রদানে জাতিসংঘকে ভূমিকা রাখার জোর দাবী জানান।
আগামী ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ২ টায় নগরীর রোজিস্ট্রারী মাঠে সিরাতুন্নবী সা. কমিটি সিলেটের উদ্যোগে সিরাতুন্নবী সা. সম্মেলন অনুষ্ঠিত হবে। সমাম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনেদ বাবুনগরী। সম্মেলন সফল ও সার্থক করার জন্য সিলেটবাসীর সার্বিক সহযেগিতা কামনা করেছেন নেতৃবৃন্দ।