সিলেটবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শাহীনূর পাশার নেতৃত্বে সিলেট থেকে রোডমার্চ কাফেলা যাচ্ছে টেকনাফে

Ruhul Amin
সেপ্টেম্বর ২১, ২০১৭ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: মিয়ানমারে রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনী ও সরকারের পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে বিশ্ব জনমত গড়ে তুলতে টেকনাফ অভিমুখে বিশাল গাড়িবহর যাচ্ছে আজ (২১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার। ‘হিউমিনিটি ফর রোহিঙ্গা’ নামক একটি সংগঠনের উদ্যোগে আজ সকালে সিলেটের হুমায়ুন রশীদ চত্বর  থেকে রোডমার্চ যাত্রা শুরু করবে টেকনাফের উদ্দেশ্যে। ইতিমধ্যে প্রশাসনিক অনুমতি সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সংগঠনটির চেয়ারম্যান মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জানান, সকাল ১০টায় শতাদিক গাড়ির বহর নিয়ে সিলেট থেকে যাত্রা শুরু হবে। বিভিন্ন জেলা থেকে আরো দেড়শ’র মতো গাড়ি রোডমার্চে যোগ দেবে।

তিনি জানান, রোডমার্চটি ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে দুপুরের খাবার পর্ব শেষ করবে। যাওয়ার পথে শায়েস্তাগঞ্জে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে। রাতে ফেনীর লালপুল সুলতানিয়া মাদরাসায় রাত্রিযাপন করা হবে। পরদিন শুক্রবার সকালে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করে বিকাল ৩টার দিকে কক্সবাজার পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে। প্রশাসন থেকে কক্সবাজার পর্যন্ত গাড়িবহর যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।এক প্রশ্নের জবাবে তিনি জানান, কক্সবাজার থেকে বিক্ষিপ্তভাবে তারা টেকনাফে পৌঁছাবেন।

উদ্বোধনী অনুষ্টানস্থলে  উপস্থিত আছেন  রোডমার্চ এর আহবায়ক জমিয়তের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি শাহীনূর পাশা চৌধুরী, প্রধান সমন্বয়কারী মাওলানা মুহিউল ইসলাম বুরহান, সমন্বয়কারী  লে:কর্নেল (অব) আতাউর রহমান পীর, রোডমার্চ বাস্তবায়ন কমিটি সিলেট মহানগরের সমন্বয়কারী অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, প্রবাসী কমিউনিটি নেতা হাফিজ মাওলানা লোকমান আহমদ খান,হিউম্যানিটি ফর রোহিঙ্গার সদস্য মাওলানা মাহমুদুল হাসান,মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আলী নূর,ইউকে জমিয়ত নেতা মাওলানা শাহ হিফজুল করিম মাশুক, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী মুহাম্মদ রুহুল আমীন নগরী, মিডিয়া সেলের সদস্য মাওলানা কবির আহমদ খান, মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী,মাওলানা মাসউদ আযহার,মাওলানা মুতিউর রহমান প্রমুখ।রোডমার্চ নিয়ে বিশেষ সংগীত পরিবেশন করেন আব্দুল করিম দিলদার।
এর আগে  রোডমার্চ এর সমর্থনে বক্তব্য রাখেন জমিয়তে উলামাযে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, মাওলানা হাবিবে রব্বানী।

শাহীনূর পাশার ৮ দফা:
 শাহীনূর পাশা চৌধুরী বলেন, হাজার বছরের আরাকান রাজ্যের আদিবাসী রোহিঙ্গাদের যেভাবে হত্যা, বর্বর নির্যাতন করা হচ্ছে, তা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। বাংলাদেশ মানবতায় সাড়া দিয়ে নির্যাতিত রোহিঙ্গাদের সাময়িকভাবে আশ্রয় দিয়েছে। তবে, তাদেরকে অবশ্যই তাদের নিজের দেশে ফিরিয়ে নিতে হবে। বিপন্ন রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দেয়ায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিকভাবে আরো জোরালো ভূমিকা পালনের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধে সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের  করার দাবি জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আমাদের আরো কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।

১.স্থায়ী পরিকল্পনা,দীর্ঘমেয়াদী কৌশল।
২.শক্তিশালী ফান্ড।
৩.স্বেচ্ছাসেবক নিয়োগ। স্বল্পসংখ্যক স্থায়ী তত্ত্বাবধায়ক ও বিপুল সংখ্যক অস্থায়ী কর্মী নিয়োগ।
৪.ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারে মনিটরিং সেল গঠন।
৫. ত্রান বিতরণ ও সার্বিক নিরাপত্তাবিধানে সেখানে (উখিয়া-টেকনাফে) সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন।
৬.রোহিঙ্গা ইস্যু স্থায়ী সমাধানে সরকারি ভাবে কোটনৈতিক তৎপরতা আরো জোরদার করতে হবে।
৭. মিয়ানমারের সাথে আপাতত বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখা উচিত বলে আমরা মনে করি।
৮. আরাকানে শান্তি রক্ষিবাহিনী মোতায়ন করা।
নেতৃবৃন্দ বলেন,
অসহায় শিশু,নারী-পুরুষের গগন বিদারি কান্না,আর তাদের (রোহিঙ্গাদের) রক্তাক্ত অবস্থা দেখে নিজেকে কিছুতেই স্বাভাবিক রাখতে পারছিলামনা। বিবেকের তাগিদেই প্রতিবাদের ভাষা হিসেবে আমি এই কর্মসুচিতে এগিয়ে এসেছি। আশা করছি এর ফলে মিডিয়ার কল্যানে কিছুটা হলেও বিশ্ববাসীর দরবারে আমাদের আহবান পৌছাবে।
আমরা রোহিঙ্গাদের নাগরিক অধিকারসহ তাদের নিজ দেশে ফিরত পাঠানোর জন্য জাতিসংঘকে আহবান জানাই। আর এজন্য আরাকানের স্বাধীনতা ঘোষণা করা সমযের দাবি বলে মনে করছি।এই কর্মসুচির সাথে  কোন ব্যক্তিগত স্বার্থসিদ্ধ বা অস্পষ্ট কোন এজেন্ডা নেই আমাদের।আমরা জাতিকে সঠিক ম্যাসেজটা পৌছিয়ে দিতে চাই।
রোহিঙ্গা সঙ্কটে আমাদের উপর অর্থাৎ মুসলিম জনগণ ও রাষ্ট্রের উপর এবং নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের উপর যে দায়িত্বগুলো আরোপিত তা হলো;
১.মানবিক
২.রাজনৈতিক
৩.সামরিক
অগ্রাধিকার বলে একটা কথা আছে,সেই অগ্রাধিকার নীতির আলোকে আমাদের প্রধান কর্তব্য কী? তা আমাদেরকে বলে দিয়েছে আমাদের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটা আমরা আবিষ্কার করেছি বাংলাদেশের খোলা আকাশের নীচে বৃষ্টিভেজা রোহিঙ্গা আর্তনাদের মধ্যে। অর্থাৎ আমাদের প্রধান অগ্রাধিকার হওয়া চাই মানবিক। যাতে ওপারে যারা আটকে আছে তাদের উদ্ধার করা যায়,জঙ্গলে জঙ্গলে ছুটাছুটি করা মা, শিশুদের নিরাপদ স্থানে পৌছানো যায়, যেন ওদের পেটে ক্ষুদার জ্বালা না থাকে, ওদের গা যেন বৃষ্টিতে না ভিজে,বিশুদ্ধ পানি পান করতে পারে,শৌচের জন্য অস্থির হয়ে যেতে না হয়,আগুন জ্বালিয়ে ভাত রান্না করতে পারে,ঝাঁকে ঝাঁকে মশার কামড় থেকে রক্ষা পেতে পারে, ডায়রিয়া ম্যালোরিয়াসহ নানা রকমের প্রকোপ থেকে রক্ষা পায় ইত্যাদি।
উল্লেখ্যযে, গত ৬ সেপ্টেম্বর সিলেটে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী রোহিঙ্গাগণ হত্যাবন্ধের দাবিতে হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ এর ব্যানারে এই রোড মার্চ ঘোষণা করেন।  রোডমার্চের প্রধানসমন্বয়কারী হলেন জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান এবং সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রিন্সিপাল লে: কর্নেল (অব:) এম আতাউর রহমান পীর।