সিলেটবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘হিউমিনিটি ফর রোহিঙ্গা’র রোডমার্চে পুলিশের বাধা

Ruhul Amin
সেপ্টেম্বর ২১, ২০১৭ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনী ও সরকারের পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে বিশ্ব জনমত গড়ে তুলতে টেকনাফ অভিমুখে ‘হিউমিনিটি ফর রোহিঙ্গা’র রোডমার্চে বাধা দিয়েছে পুলিশ।
সকাল ১০টায় বিভিন্ন স্থান থেকে আসা গাড়িবহর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বরে জড়ো হয়ে সকাল ১১.৪০ মিনিটে মিয়ানমার অভিমুখে যাত্রা শুরু করে।
সংগঠনটির চেয়ারম্যান মাওলানা শাহীনুর পাশা চৌধুরী সিলেট রিপোর্টাকে জানান, দক্ষিণ সুরমার রশিদপুর পয়েন্টে গেলে পুলিশ বাধা দিয়ে আমাদের ফিরিয়ে দেয়।

দুই শতাধিক গাড়ি বহর নিযে দুপুর পৌনে ১২ টায় হুমায়ুন রশীদ চত্বর থেকে রোডমার্চ কাফেলা যাত্রা শুরু করে। সাড়ে ১২ টার দিকে রশীদপুর পৌছালে সখোনে পুলিশ ব্যারিকেড দিয়ে গাড়ি বহর আটকিয়ে দেয়।  রোডমার্চের প্রধান সমন্বয়কারী মাওলানা মুহিউল ইসলাম বুরহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোনাজাত করেন শায়খে ইমামবাড়ীর ছাহেব যাদা মাওলানা ইমদাদুল্লাহ। রোডমার্চ যাত্রার প্রাক্কালে হুমায়ুন রশীদ চত্তরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন,সমন্বয়কারী  লে:কর্নেল (অব) আতাউর রহমান পীর, রোডমার্চ বাস্তবায়ন কমিটি সিলেট মহানগরের সমন্বয়কারী অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, প্রবাসী কমিউনিটি নেতা হাফিজ মাওলানা লোকমান আহমদ খান,হিউম্যানিটি ফর রোহিঙ্গার সদস্য মাওলানা মাহমুদুল হাসান,মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আলী নূর,ইউকে জমিয়ত নেতা মাওলানা শাহ হিফজুল করিম মাশুক, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী মুহাম্মদ রুহুল আমীন নগরী, মিডিয়া সেলের সদস্য মাওলানা কবির আহমদ খান, মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী,মাওলানা মাসউদ আযহার,মাওলানা মুতিউর রহমান প্রমুখ।রোডমার্চ নিয়ে বিশেষ সংগীত পরিবেশন করেন আব্দুল করিম দিলদার।

৮ দফা ঘোষণা:
রশীদপুরে সমবেত জনতার উদ্দেশ্যে শাহীনূর পাশা চৌধুরী বলেন, হাজার বছরের আরাকান রাজ্যের আদিবাসী রোহিঙ্গাদের যেভাবে হত্যা, বর্বর নির্যাতন করা হচ্ছে, তা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। বাংলাদেশ মানবতায় সাড়া দিয়ে নির্যাতিত রোহিঙ্গাদের সাময়িকভাবে আশ্রয় দিয়েছে। তবে, তাদেরকে অবশ্যই তাদের নিজের দেশে ফিরিয়ে নিতে হবে। বিপন্ন রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দেয়ায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিকভাবে আরো জোরালো ভূমিকা পালনের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধে সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের করার দাবি জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আমাদের আরো কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।

১. রোহিঙ্গাদের জন্য স্থায়ী পরিকল্পনা,দীর্ঘমেয়াদী কৌশল।
২.শক্তিশালী ফান্ড।
৩.স্বেচ্ছাসেবক নিয়োগ। স্বল্পসংখ্যক স্থায়ী তত্ত্বাবধায়ক ও বিপুল সংখ্যক অস্থায়ী কর্মী নিয়োগ।
৪.ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারে মনিটরিং সেল গঠন।
৫. ত্রান বিতরণ ও সার্বিক নিরাপত্তাবিধানে সেখানে (উখিয়া-টেকনাফে) সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন।
৬.রোহিঙ্গা ইস্যু স্থায়ী সমাধানে সরকারি ভাবে কোটনৈতিক তৎপরতা আরো জোরদার করতে হবে।
৭. মিয়ানমারের সাথে আপাতত বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখা উচিত বলে আমরা মনে করি।
৮. আরাকানে শান্তি রক্ষিবাহিনী মোতায়ন করা।