সিলেটবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রশীদপুরে রোডমার্চ সমাপ্ত, ৩০ ত্রানবাহী গাড়ি টেকনাফের পথে

Ruhul Amin
সেপ্টেম্বর ২১, ২০১৭ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

 
সিলেট রিপোর্ট:  মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে, বিশ্ব জনমত গড়ে তুলতে টেকনাফ অভিমুখে ‘হিউমিনিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ আয়োজিত সিলেট-টেকনাফ  রোডমার্চের গাড়িবহর টিকিয়ে দিলেও  ত্রানবাহি যানবাহনের অনুমতি দিয়েছে পুলিশ। জানাগেছে, আড়াইশত গাড়ির মধ্যে ৩০টি ছিলো ত্রানসহ টেকনাফে যাত্রী। শাহীনূর পাশার অনুরোধে পুলিশ ত্রান বাহি গাড়ি গুলোকে যেতে অনুমতি দিয়েছেন পুলিশ। আজ (২১ সেপ্টেম্বর)  বৃহস্পতিবার   সকাল ১১.৪০ মিনিটের সময় নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে মিয়ানমার অভিমুখে যাত্রা শুরু করে। দুই  দুপুর পৌনে ১২ টায় হুমায়ুন রশীদ চত্বর থেকে রোডমার্চ কাফেলা যাত্রা শুরু করে রশীদপুর পৌছালে সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে গাড়ি বহর আটকিয়ে দেয়।  এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোডমার্চের আহ্বায়ক সংগঠনের চেয়ারম্যান, জমিয়তের কেন্দ্রিয় নেতা ও সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সাথে দীর্ঘসময় কথা বলেন। সেখানে শাহীনুর পাশা সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য দিয়ে ৮ দফা ঘোষণা করে মোনাজাতের মাধ্যমে রোডমার্চের সমাপ্তি ঘোষণা করেন।এবং পরবর্তী কর্মসুচি আগামী কাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন বলে শাহিনুর পাশা জানান। রোডমার্চ যাত্রার প্রাক্কালে হুমায়ুন রশীদ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রোডমার্চের প্রধান সমন্বয়কারী মাওলানা মুহিউল ইসলাম বুরহান। এ সময় আরো বক্তব্য রাখেন, সংগঠনের চেয়ারম্যান মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সমন্বয়কারী লে: কর্নেল (অব:) আতাউর রহমান পীর, রোডমার্চ বাস্তবায়ন কমিটি সিলেট মহানগরের সমন্বয়কারী অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, প্রবাসী কমিউনিটি নেতা হাফিজ মাওলানা লোকমান আহমদ খান, হিউম্যানিটি ফর রোহিঙ্গার সমন্বয়কারী মাওলানা মশাহিদ দয়ামেরী, সদস্য মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আলী নূর, ইউকে জমিয়ত নেতা মাওলানা শাহ হিফজুল করিম মাশুক, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জমিয়ত নেতা মাওলানা আলহাজ¦ জুবায়ের আল মাহমুদ, মাওলানা মোস্তাক গাজী নগরী, মাওলানা মনজুরে মওলা, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র আয়েশ আহমদ, ইসলামী ঐক্যজোট নেতা মুফতী ফয়জুল হক, মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী, মাওলানা আছলাম রহমানী, মাওলানা ইলিয়াস, মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, মাওলানা মুখতার হোসাইন,হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী মুহাম্মদ রুহুল আমীন নগরী, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, মাওলানা তালেব উদ্দিন শমসের নগরী, মাওলানা আফছর উদ্দিন, আলহাজ¦ ইকরামুল আজিজ,মাওলানা আব্দুল হাফিজ, মিডিয়া সেলের সদস্য মাওলানা কবির আহমদ খান, ছাত্র জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ রাজি, মাওলানা আব্দুস সালাম, মাওলানা ওলিউর রহমান, মাওলানা কবির আহমদ, মাওলানা মাসউদ আজহার, এম বেলাল আহমদ চৌধুরী । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মুফতি মতিউর রহমান, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা আনোয়ার পাশা, মাওলানা হাসমত উল্যাহ খান, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মাওলানা ওলিউর রহমান, মাওলানা মনজুর আহমদ,মাওলানা সালেহ আহমদ শাহবাগী, হাফিজ শাহিদ আহমদ হাতিমী, মাওলানা কায়সান মাহমুদ আকবরি, মাওলানা এরশাদ খান আর হাবিব, মাওলানা আরশাদ নোমান প্রমুখ। রোডমার্চ নিয়ে বিশেষ সংগীত পরিবেশন করেন আব্দুল করিম দিলদার ও সুফিয়ান বিন। মোনাজাত করেন শায়খে ইমামবাড়ীর ছাহেব যাদা মাওলানা ইমদাদুল্লাহ।

উল্লেখ্যযে, গত ৬ সেপ্টেম্বর সিলেটে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী রোহিঙ্গাগণ হত্যাবন্ধের দাবিতে হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ এর ব্যানারে এই রোড মার্চ ঘোষণা করেন।  রোডমার্চের প্রধানসমন্বয়কারী হলেন জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান এবং সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রিন্সিপাল লে: কর্নেল (অব:) এম আতাউর রহমান পীর।