সিলেটশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক রেজার উপর হামলাকারীদের গ্রেফতার দাবি

Ruhul Amin
সেপ্টেম্বর ৩০, ২০১৭ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য ও দৈনিক কাজির বাজার’র ফটো সাংবাদিক রেজা রুবেল ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে (৩০ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১ ঘটিকার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সংবাদিকরা জাতির বিবেক, জীবনের ঝুকি নিয়ে সমাজের নিপিড়িত মানুষের পক্ষে তারা কথা বলেন। সংবাদ কর্মীর উপর হামলা হচ্ছে, জাতির বিবেকের উপর আঘাত করা। এধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যতায় সংবাদকর্মীরা পরবর্তী কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবেন।

এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল’র সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলাম’র পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর দাস।

মানববন্ধনে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবির, যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ রেণু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সাংবাদিক  আফতাব চৌধুরী, আফতাব উদ্দিন, ডেইলী সান সিলেট ব্যুরো আব্দুর রাজ্জাক, মুহিত চৌধুরী, আব্দুল মুহিত দিদার, দৈনিক কাজির বাজারের বার্তা সম্পাদক শোয়েব বাসিত, সিনিয়ল সাংবাদিক জেডএম শামসুল, এডভোকেট আব্দুল মুকিত অপি, এসনিক সিলেটে সাংগঠনিক সম্পাদক জুরেজ আব্দুল­াহ, ফটো জানালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুল আলম নাসির, সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নাজমুল কবির পাভেল, সাবেক সাধারণ সম্পাদক আশকার আমীন লস্কর রাব্বী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আলী, দৈনিক উত্তরপূর্বের ফটো সাংবাদিক নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ইমরান, দৈনিক শুভ প্রতিদিনের শেখ আব্দুল মজিদ, দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন, রেজা রুবেলের বড় ভাই ইউনুছ মিয়া, মাইটিভি সিলেট ব্যুরো এম আর টুনু তালুকদার, যুগভেরীর ক্যামেরা পার্সন মো.শাহীন আহমদ, দৈনিক সুবজ সিলেটের স্টাফ রির্পোটার জাহেদ আহমদ, দৈনিক ভোরের কাগজ সিলেটের ফটো সাংবাদিক সুহেল আহমদ, নয়াদিগন্ত সিলেট অফিসের ফটো সাংবাদিক শিপন আহমদ, দৈনিক সকালের খবর সিলেটের ফটো সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম, সিলেট সুরমার আব্দুল মোমিন ইমরান, দৈনিক সংবাদের সিলেটের ফটো সাংবাদিক ইদ্রিস আলী, শ্যামল সিলেটের ফটো সাংবাদিক মো. একরাম হোসেন, দৈনিক সিলেটের মানচিত্রের ফটো সাংবাদিক আজমল আলী, এশিয়ান এইজ সিলেটের ফটো গ্রাফার  এম এ খালিক, এশিয়া টিভি সিলেটের ক্যামেরা পার্সন জাকির হোসেন দিপু, দৈনিক সবুজ সিলেটের ফটো সাংবাদিক এহিয়া আহমদ, দৈনিক কাজির বাজারের ফটো সাংবাদিক মো. করিম মিয়া, ডিসিডব্লিউএ’র সাধারণ সম্পাদক মো. নাঈমুল ইসলাম, বৈশাখী টিভির একেএম হাসান, সিল টিভির কাওসার আহমদ, মিলোনায়ম টিভির আলাউদ্দিন, শহিদুর রহমান, সিলেট এক্সপ্রেসের ফারহান আহমদ চৌধুরী, সময়ের ডাকের মো. শহিদুল ইসলাম, মেহদী হাসান রণি, আখালিয়া এলাকাসীর পক্ষে জুবের আহমদ, মো. হেলাল মিয়া, মিনার হোসেন, আকবর আলী প্রমুখ।

সভাপতির বক্তব্যে আব্দুল বাতিন ফয়সল হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম প্রদান করে বলেন, এসময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হলে আগামী মঙ্গলবার (৩ অক্টোবর) স্মারকলিপি প্রদান সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উলে­খ্য, গত (২৫ সেপ্টেম্বর) আখালিয়াস্থ নিজ বাড়িতে স্ব-পরিবারের সন্ত্রাসী হামলার শিকার হন ফটো সাংবাদিক রেজা রুরেল।