সিলেটশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইসলাম ছাড়া কোন সভ্যতাই ঠিকে থাকবেনা : মুসা আল হাফিজ

Ruhul Amin
সেপ্টেম্বর ৩০, ২০১৭ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বিশিষ্ট লেখক,গবেষক কবি মুসা আল হাফিজ বলেছেন, মুসলমানদের বিশাল সম্ভাবনাকে ধ্বংস করার জন্যই মিয়ানমার বাহিনী গণহত্যায় লিপ্ত। বিশ্বব্যাপী মুসলমানদের গণজাগরণকে স্থদ্ধ করে দিতেই দেশে দেশে মুসলিম নির্যাতন চালানো হচ্ছে। তিনি বলেন ওরা জানে যে ইসলাম ছাড়া কোন সভ্যতাই ঠিকে থাকবেনা। ইহুদি-খৃষ্টানরা মুসলমানদেরকে ভয় পায়না তারা ভয় পায় ‘ইসলামকে’। তিনি বলেন রোহিঙ্গারা আরাকানের স্থায়ী বাসিন্দা। কিন্তু তাদেরকে বাঙ্গালী বলে তথ্যসন্ত্রাস চালানো হচ্ছে, এটা র্দীঘ একশত বছর আগে থেকেই পরিকল্পনা করে আসছে।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নূরবিডি ডটকম এর উদ্দোগে গাজিপুর-টঙ্গির খা পাড়া সৌদি মসজিদ সংলগ্ন আল ফোরকান মিলনায়তনে ”রোহিঙ্গা জাতির অতীত ও বর্তমান বাস্তবতা সংকট উত্তরণের উপায়” র্শীষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। নুরবিডি ডটকম এর সম্পাদক সৈয়দ শামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন ডেইলি সানএর কলামিষ্ট  মাওলানা যুবায়ের আহমদ, সবার খবর সম্পাদক আবদুল গাফফার , গুলিস্থান পীর ইয়ামেনি জামে মসজিদের খতীব মুফতি ইমরানুল বারী সিরাজী,সিলেট রিপোর্ট ডটকম সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লামা এরাবিক মডেল ইন্সষ্টিটিঊট এর পরিচালক মাওলানা যাকারিয়া খাজা আহমদ,শিক্ষাপরিচালক মাওলানা মুহাম্মদ ইউসুফ। শুরুতে পবিত্র কোরআন  তেলাওয়াত করেন হাফেজ মুবাশ্বির ।