সিলেটরবিবার , ১ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বৃটেনে শতবর্ষীয় সম্মাননা পেলেন জগন্নাথপুরের হাজী ধন মিয়া

Ruhul Amin
অক্টোবর ১, ২০১৭ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রাম নিবাসী, কুবাজপুর দারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামীম শায়েখ মাওলানা মঈন উদ্দিন আহমদ (রঃ) এর ছোট ভাই, প্রবীণ সালিশী ব্যাক্তিত্ব, শিক্ষানুরাগী, সমাজসেবক, মনসুর আহমদ স্মৃতি পরিষদের সভাপতি, কুবাজপুর দারুল উলূম মাদ্রাসার মোতাওয়াল্লী, কুবাজপুর দারুল উলূম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক, জগন্নাথপুর প্রেস ক্লাবের সদস্য, জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি সাংবাদিক মাসুম আহমদ এর চাচা, যুক্তরাজ্য প্রবাসী হাজী মোঃ দৌলত হোসেন (ধন মিয়াকে) বৃটেন সরকার কর্তৃক সম্প্রতি শতবর্ষীয় বয়স্ক সম্মাননা প্রদান করায় গত রোববার ১ অক্টোবর বাদ মাগরিব দক্ষিণ জগন্নাথপুর প্রাক্তন কওমী ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক শোকরানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিষদের আহ্বায়ক সাংবাদিক মাসুম আহমদ এর সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মামুন এর উপস্থাপনায় অনুষ্ঠিত শোকরানা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম. শহিদ, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, জগন্নাথপুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আনহার মিয়া, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল ফজল, মোঃ হুমায়ুন আহমদ, মোঃ আজিজুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, মনজুর হোসাইন, মোঃ হোসাইন আহমদ, সিরাজুল আনোয়ার, মোঃ আনিসুর রহমান, ছাত্র নেতা আবিদুর রহমান প্রমূখ। শোকরানা সভায় বক্তারা বলেন, হাজী মোঃ দৌলত হোসেন (ধন মিয়া) তিনি বৃটেনে বসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার সার্বিক উন্নয়নে যে ভূমিকা পালন করছেন তাহা অনস্বীকার্য। শুধু তাই নয়, তাঁর বড় ভাই শায়েখ মাওলানা মঈন উদ্দিন আহমদ (রহঃ) এর প্রতিষ্ঠিত কুবাজপুর দারুল উলুম মাদ্রাসা আজ অবহেলিত ভাটির জনপদে দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে। শোকরানা সভা শেষে হাজী মোঃ দৌলত হোসেন (ধন মিয়ার) দীর্ঘ জীবন সুন্দর ও সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল রশিদ।