সিলেটবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফের সংঘাতের পথে রাশিয়া-যুক্তরাষ্ট্র

Ruhul Amin
অক্টোবর ১২, ২০১৭ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো ছিল। তবে সেই সম্পর্কে ভাটা পরেছে। শুধু তাই নয়, রাশিয়া-যুক্তরাষ্ট্র আবারো সংঘাতের পথ প্রশস্ত করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দূরত্ব বাড়িয়ে আরও একটি সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সংখ্যা ৩০০ বা তার চেয়েও কমিয়ে আনতে চাইছে মস্কো। যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো শহরের রুশ পররাষ্ট্র দফতর বন্ধ করে দেয়ার পর মস্কোর পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিষয়ক বিভাগের প্রধান গিওর্গি বরিসেংকো রাশিয়ার একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।

গত জানুয়ারি মাসে রাশিয়ার অন্তত ৩৫ জন রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ট্রাম্প প্রশাসন। পাল্টা পদক্ষেপ হিসেবে ৬০ মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার করে রাশিয়া। এতে রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সংখ্যা নেমে এসেছে ৪৫৫ জনে। আর যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূতের সংখ্যা ৪৫৫।