সিলেটমঙ্গলবার , ১৭ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইসির প্রতি বিএনপির আস্থা আছে সতর্কতাও

Ruhul Amin
অক্টোবর ১৭, ২০১৭ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
চলতি বছরের সাত ফেব্রুয়ারি কমিশন গঠনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বিষোদগার করে তার পদত্যাগ দাবি করেছিল বিএনপি। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে নূরুল হুদা কমিশনের প্রতি আস্থা কিছুটা বাড়তে থাকে দলটির।

কুমিল্লা সিটি নির্বাচনে নতুন ইসির সর্বাত্মক প্রচেষ্টাকে স্বাগত জানায় বিএনপি। ওই নির্বাচনে  নগরপিতা হিসেবে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু বিজয়ী হন। এরপর থেকে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির প্রতি দলটির আস্থা আরও বেড়ে যায়। এক পর্যায়ে সিইসিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দেওয়া থেকেও বিরত থাকে বিএনপি।

সর্বশেষ রবিবার নির্বাচন কমিশনের সংলাপে গিয়ে বিএনপি কিছুটা আশাবাদী হয়েও ওঠে। যার প্রকাশ পায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেও। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সিইসির বক্তব্যকে ‘ঐতিহাসিক সত্য’ বলেও আখ্যায়িত করেছেন দলের শীর্ষ নেতারা। তৃণমূলের নেতা-কর্মীরাও খুশি। পাশাপাশি সতর্কও বিএনপি।

২০ দফা দাবি কতটুকু বাস্তবায়ন করতে পারে—সেদিকেও নজর দলটির। তা ছাড়া দলটি মনে করে, এই নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলেও দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা-অনাস্থার বিষয় নয়। প্রশ্ন হলো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এই কমিশনের সদিচ্ছা ফলপ্রসূ হবে না। তারা কোনো রোল প্লে করতে পারবে না। নির্বাচনকালীন সময়ে কোন ধরনের সরকার থাকবে—তার ওপরই অনেক কিছু নির্ভর করবে। আমরা চাই, নির্বাচন কমিশনের মাধ্যমে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু তাদের তো ক্ষমতার মধ্যেই নেই। নির্বাচনকালীন সহায়ক সরকার থাকতে হবে, ৯০ দিনের মধ্যে সংসদ ভেঙে দিতে হবে—এটা তো নির্বাচন কমিশনের আওতার বাইরে। এটা সররকারকে করতে হবে। তাদের হাজার সদিচ্ছা থাকলেও সম্ভব নয়, যদি সরকার না চায়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এই কমিশনের ওপর আস্থা না রাখার কোনো কারণ নেই। রবিবার বিএনপির সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন (ইসি)। সেই আলোচনার সূচনায় সিইসি বলেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯১ সালে বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। বিএনপি রাষ্ট্র পরিচালনার কাজে প্রকৃত নতুন ধারার প্রবর্তন করেছে। তিনি বলেন, বিএনপি সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় করেছে, দ্বাদশ  শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ দিয়েছে। র?্যাব, দুর্নীতি দমন কমিশন গঠন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, আইন কমিশন ও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩০ বছর করেছে। জানা যায়, সিইসির এই সরল স্বীকারোক্তিতে তৃণমূলের নেতা-কর্মীরাও খুশি। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্যকে ইতিবাচকভাবেই দেখছে বিএনপি। প্রধান বিচারপতি এস কে সিনহা যখন একটি রায় ও কিছু পর্যবেক্ষণকে ঘিরে দেশছাড়া হয়েছেন, ঠিক এ মুহূর্তে সিইসির বক্তব্যকে ‘চরম সাহসিকতা’ হিসেবেই দেখছেন বিএনপির নেতা-কর্মীরা। তারা বলছেন, যদিও নির্বাচন কমিশন বিএনপিকে আস্থায় আনতে এ ধরনের প্রশংসামূলক বক্তব্য দিয়েছেন, তারপরও চলমান প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য খুবই জরুরি ছিল। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, এটা বিএনপিকে নির্বাচনে নেওয়ার এক ধরনের কৌশল হতে পারে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংলাপে গেলে তাদের আচরণ কেমন হয় সেটাও পর্যবেক্ষণ করতে হবে। বিএনপির ২০ দফাকে কতটুকু গুরুত্ব দেয় সেটাও পর্যবেক্ষণ করতে হবে। তারপরও বিএনপিকে যেভাবে তারা গ্রহণ করেছে, তা ইতিবাচক। তাদের সীমাবদ্ধতার কথাও বলেছে। তারপরও সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে কমিশন। এখন তাদের কথা ও কাজের মিল দেখার অপেক্ষায় জাতি। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমাদের সঙ্গে আলোচনার ভালো পরিবেশ সৃষ্টির জন্য সিইসি হয়তো কিছু ভালো কথা বলেছেন। সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। আমরাও বলেছি, প্রয়োজনে ভারতের অনুকরণে সত্যিকারার্থে একটা শক্তিশালী নির্বাচন কমিশন হোক, যাতে তারা সুন্দর নির্বাচন দিতে পারেন। কিন্তু এটা তো তাদের ওপর নির্ভর করছে না। কারণ, আমাদের রাজনৈতিক সংস্কৃতি বা চর্চা অন্যরকম। তাদের সদিচ্ছা থাকলেও দলীয় সরকার থাকলে তা পারবে না।   পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন রঞ্জু বাংলাদেশ প্রতিদিনকে জানান, একটি সাংবিধানিক পদে থেকে সত্যিকারার্থে সিইসি যদি খোলা মনে এই সত্য কথা বলেন এবং বিশ্বাস করেন, তাহলে আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। কারণ এটাই নির্ভুল ইতিহাস। রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। সেই দৃষ্টিতে সিইসি সঠিক কথাই বলেছেন। মাঠ পর্যায়ের একজন কর্মী হিসেবে আমি এটাকে ইতিবাচকভাবেই দেখতে চাই। কিন্তু বিএনপিকে নির্বাচনে নেওয়ার কৌশল হিসেবে বলে থাকলে সেটা ভিন্ন। মাদারীপুর বিএনপির সহসভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান বলেন, সিইসির বক্তব্য ইতিবাচক, তবে বিএনপির ২০ দফা যদি সিইসি বাস্তবায়ন করেন তাহলেই তার এ বক্তব্যের স্বার্থকতা হবে বলে আমি মনে করি। একই বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য প্রকৌশলী মেসবাহউদ্দিন রাজু। তার মতে, সিইসির বক্তব্যকে আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু সরকারের ফাঁদে পড়ে যদি ৫ জানুয়ারি মার্কা নির্বাচন দেওয়া হয়, তা জনগণ মেনে নেবে না।