সিলেটবুধবার , ১৮ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

Ruhul Amin
অক্টোবর ১৮, ২০১৭ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলি বাসস্ট্যান্ড এলাকার তাজমহল হোটেলের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। আজ বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বাসসহ সব ধরণের পরিবহন চলাচল। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সকাল থেকে নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোন আঞ্চলিক ও দুরপাল্লার বাস। বাস না পেয়ে যাত্রীরা রেল ষ্টেশনমুখী হলেও যাত্রির চাপে ছিলনা ট্রেনের টিকেটও। ফলে বিপাকে পড়েছেন ঢাকাগামী যাত্রীসহ দূরপাল্লার যাত্রীরাও।

এদিকে সকাল থেকে নগরীরে কিছু সংখ্যক সিএনজি অটোরিক্সা চলাচল করলেও পরিবহন শ্রমিকদের বাধার মুখে এখন বন্ধ রয়েছে সিএনজি অটোরিক্সা, লেগুনাসহ অন্য পরিবহনগুলোও। ফলে সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিনে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। বাধ্য হয়ে অনেকেই বেছে নিয়েছেন পায়ে হাঁটার পথ।