সিলেটবৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৩০

Ruhul Amin
অক্টোবর ২৬, ২০১৭ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে একটি এলাকায় এক আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর আগুনে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনায় আরো ৪৩ জন আহত হয়েছেন। খবর চ্যানেল নিউজ এশিয়ার।

টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে জাকার্তার তানজেরাং এলাকার কারখানার গুদামঘর থেকে কালো ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার সকালে প্রায় ১০টার দিকে প্রথম বিস্ফোরণ ঘটে। এরপর ঘন্টা তিনেক পর দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশ কয়েক মাইল দূর থেকে বিস্ফোরণ দুটির শব্দ  শোনা যায়।

জাকার্তা পুলিশ জানায়, কারখানাটিতে ১০৩ শ্রমিক কাজ করতেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছিলেন।

তানজেরাং পুলিশ প্রধান হ্যারি কোরানিয়াওয়ান জানান, গুদামঘরটিতে প্রবেশের পর পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করেছে।

হতাহতরা সবাই কারখানাটির কর্মী বলে মেট্রো টিভিকে জানিয়েছেন টোনি রুস্তোনি নামের স্থানীয় এক কর্মকর্তা। মাত্র দুই মাস আগে কারাখানাটির কার্যক্রম শুরু হয়েছিল বলে জানিয়েছেন তিনি।