সিলেটশনিবার , ২৮ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কবি দিলওয়ারকে নিবেদিত সিলেট ছড়া উৎসব ২০১৭ অনুষ্ঠিত

Ruhul Amin
অক্টোবর ২৮, ২০১৭ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কবি দিলওয়ারকে নিবেদিত সিলেট ছড়া উৎসব ২০১৭ অনুষ্ঠিত

সৈয়দ উবায়দুর রহমান,সিলেট রিপোর্ট:  নজরুল ইনস্টিটিউট-এর উপ-পরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেছেন, সাহিত্যচর্চার মাধ্যমে যেমনি মূল্যবোধ এবং নৈতিকতার প্রসার ঘটানো যায় তেমনি একটি সুন্দর সমাজ গঠনে সাহিত্য অসাধারণ ভূমিকা পালন করে। সমাজের অসঙ্গতি এবং অনাচারকে তুলে ধরে আলোকিত সমাজ গড়ার মানসিকতা নিয়ে সাহিত্য চর্চা করতে হবে। ছড়ার মাধ্যমে সমাজের মানুষের কাছে অত্যন্ত সহজেই তুলে ধরা যায়।
গণমানুষের কবি ও ছড়ার রাজা দিলওয়ারকে নিবেদিত জাতীয় কবিতা মঞ্চ, সিলেট বিভাগ এবং জালালাবাদ কবি ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত সিলেট ছড়া উৎসব-২০১৭ এ প্রধান অতিথি এবং উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার দরগাহ গেইটস্থ সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে জাতীয় কবিতা মঞ্চ, সিলেট বিভাগ-এর সভাপতি কলামিস্ট মোহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ, যুগ্ম সচিব মতিউর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল (অব) সৈয়দ আলী আহমদ এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন গবেষক-কবি মাহমুদুল হাসান নিজামী।
জালালাবাদ কবি ফোরামের সভাপতি কবি সিদ্দিক আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি মুকুল চৌধুরী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি গল্পকার সেলিম আউয়াল, সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, গবেষক-কবি মুসা আল হাফিজ, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের অবরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. আব্দুর রউফ, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মো. সাজ্জাদুর রহমান, পানসী গ্রæপের চেয়ারম্যান কবি আবু বকর সিতু, ছড়াকার কামরুল আলম, এডভোকেট শামীমা আক্তার শিউলী
ইফতেখার হোসাইন শামীম ও এম এ আসাদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি এম এ ফাত্তাহ, তোরাব আল হাবীব, নজমুল হক চৌধুরী, রব্বানী রউফ, মো. আব্দুল বাছিত, শাহ নবাব, হাসান নাশিদ, মাহবুব সালমান, মুয়াজ বিন এনাম, সাজিদ মাহমুদ, কুতুব রহমান, খালিদ সাইফুল্লাহ, পলাশ দেবনাথ, মেহেদী আহমদ, রোপা আক্তার, শিপা আক্তার, রাকিব, জুই, লিলি আক্তার, শিমা আক্তার, মারজানা, মাহিনূর, শাহ আলম, সাদিয়া, রোহান মস্তফা, শাহনাজ, রুজী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দিদারুল হক। অনুষ্ঠানে কবি দিলওয়ারকে মরণোত্তর সম্মাননা প্রদান করাসহ ছড়াকার কুতুব রহমানের ‘সুরের পাখি দূরের পাখি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এবং স্বরিচত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানের শেষে তাদের প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হয়।
সম্মানিত অতিথির বক্তব্যে অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সুকুমার বৃত্তির বিকশিত করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে মানবিকতা লালনকরাসহ কলমের শক্তিকে শাণিত করতে হবে।
লে. কর্নেল (অব) সৈয়দ আলী আহমদ বলেন, শিশুদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পিতামাতাকে দায়িত্ব পালন করতে হবে। সাহিত্য-সংস্কৃতির সাথে তাদেরকে পরিচয় করে দিলে সুকুমার বৃত্তি বিকশিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।
প্রধান আলোচকের বক্তব্যে গবেষক-কবি মাহমুদুল হাসান নিজামী বলেন, কবি সাহিত্যকরা তাদের লেখার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছেন। তাদের লেখায় দেশের মানচিত্র ছবি হয়ে ধরা দেয়। সমাজের জঞ্জালকে দূর করতে তাদের সৃজনশীলতা শাণিত হয়ে উঠে।
গবেষক-কবি মুসা আল হাফিজ বলেন, সাহিত্যচর্চার মাধ্যমে জীবনের জয়গান গাওয়া হয়। চিন্তাশীলতা, সৃজনশীলতা, নৈতিকতা-মূল্যবোধ, দায়িত্ববোধের পরিস্ফুটনে সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতিসত্ত্বার ধারণে আলোর মশাল হিসেবে কাজ করে।