সিলেটবুধবার , ১ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে রাগীব আলী

Ruhul Amin
নভেম্বর ১, ২০১৭ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাগীব আলী সদ্য কারামুক্ত হয়ে ফিরে আসায় লিডিং ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে নবউদ্যমে কর্মচঞ্চলতার সৃষ্টি হয়েছে।

তার কারা মুক্তির পর তিনি মঙ্গলবার দুপুরে লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে যান। এসময় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

রাগীব আলীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজের অগ্রগতি ও তার সুস্পষ্ট দিক নির্দেশনার ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্ম তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. কামরুজ্জামান।

এক প্রেস বিজ্ঞপ্তি তিনি বলেন- লিডিং ইউনিভার্সিটি পরিবার আশা করেন সৈয়দ রাগীর আলীর বলিষ্ট নেতৃত্বে লিডিং ইউনিভার্সিটিসহ তাঁর সকল প্রতিষ্ঠান পূর্ণ উদ্যমে কাজ করে যাবে এবং লিডিং ইউনিভার্সিটি শুধু সিলেট নয় বাংলাদেশসহ বিশ্বে এর সুনাম প্রতিষ্ঠিত করবে।