সিলেটমঙ্গলবার , ১৪ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে উরসকে কেন্দ্র করে বসছে জোয়ার আসর

Ruhul Amin
নভেম্বর ১৪, ২০১৭ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):: ছাতকে উরসকে কেন্দ্র করে রাতভর মাদকদ্রব্য সেবন ও বেচাকেনার পাশাপাশি বসছে জোয়ার আসর। অধিক লাভের আশায় উরসে আসা যুবক, ব্যবসায়ি, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন রামী, তিন গুটি ফাশ, তিন তাস ও গুটি খেলাসহ নানা ধরনের জুয়া খেলায় প্রতারিত হয়ে খালি হাতে বাড়ি ফেরেন সবাই। এরসাথে চলে রাতভর মাদকদ্রব্য সেবন ও বিক্রির কাজ। জানা যায়, উপজেলার ১৩ইউনিয়নও একটি পৌরসভায় শীত মৌসুমে বিভিন্ন ব্যক্তির নামে শতাধিক উরস অনুষ্ঠিত হয়। এসব উরসে ভক্তদের জন্য থাকে গান-বাজনার ব্যবস্থা। এসুযোগে কতিপয় অসাধু লোকেরা বসায় রামী, তিন গুটি ফাশ, তিন তাস ফড়সহ নানা ধরনের জুয়ার আসর ও মাদকদ্রব্যের জমজমাট বেচাকেনা। মাদক সেবীরা রাতভর থাকে নেশায় বিভোর আর জোয়াড়িরা তাদের সর্বস্ব খোয়াতে থাকে। এখানে প্রত্যেকটা উরসকে কেন্দ্র করে হাত বদল হয় লাখ লাখ টাকা। সচেতন মহলের অভিযোগ, ইতোমধ্যে এ উপজেলায় বেশ কয়েকটি উরস অনুষ্ঠিত হয়েছে। এসব উরসে জুয়া ও মাদকদ্রব্য বেচাকেনাই যেন ছিলো মূল লক্ষ্য। এসবের কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ক্রমান্বয়ে বেড়েই চলছে। প্রশাসনের নাকের ঢগায় বসে নির্বিঘেœ কিভাবে এসব অনৈতিক-অবৈধ কর্মকান্ড সংগঠিত হচ্ছে তা নিয়ে সংশয় রয়েছে এলাকার সচেতন মহলে। জনস্বার্থে উরসকে কেন্দ্র করে সংগঠিত হওয়া এসব অপরাধ কর্মকান্ড বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।