সিলেটবুধবার , ১৫ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Ruhul Amin
নভেম্বর ১৫, ২০১৭ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) গুলিতে ফরিদ হোসেন শরীফ(২৩) নামে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছেন। নিহত ফরিদ হোসেন শরীফ বুড়িমারী ইউনিয়নের উফারমারা ঠাকুরপাড়া গ্রামের  শামসুল হকের ছেলে।

মঙ্গলবার(১৪ নভেম্বর) দিনগত মধ্যরাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলারের ভারতীয় অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

সীমান্ত সূত্রে জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় শরীফসহ কয়েক জন  বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল ওই সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই ফরিদ উদ্দিন শরীফ নিহত হন। বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও  নিহত ফরিদ হোসেন শরীফের মরদেহ  ভারতীয় বিএসএফ নিয়ে গেছে বলে নিশ্চিত করেছে পালিয়ে আসারা।

বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) রংপুর-৬১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মেহেদী হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভারতীয় বিএসএফ নিহত শরীফের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদপত্রসহ মরদেহ ফেরত চেয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।