সিলেটবুধবার , ১৫ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমায় সূচনার জেন্ডার সচেতনতামূলক ওরিয়েন্টেশন

Ruhul Amin
নভেম্বর ১৫, ২০১৭ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 সিলেট রিপোর্ট:

দক্ষিণ সুরমা উপজেলায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও এফআইভিডিবি এর উদ্যোগে উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের নিয়ে জেন্ডার সচেতনতামূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

গত ১৫ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেন্ডার সচেতনতামূলক ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ সাঈদ এনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা।

ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ খালেদা খাতুন রেখা, উপজেলা মৎস্য কর্মকর্তা, হিরণ মিয়া, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা।

উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ইমরান,ু সূচনা প্রকল্পের এফআইভিডিবি-এর এপিসি সালাউদ্দিন মল্লিক, গভর্নেন্স কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সাহিদা আক্তার, উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, মার্কেটিং স্পেশালিষ্ট কাজী মোজ্জাম্মেল হোসেন, জেন্ডার স্পেশালিষ্ট হেলেন কেলার ইন্টারন্যাশনাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সহায়ক ছিলেন মমতা চক্রবর্তী। ওরিয়েন্টেশনে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলায় প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রায় ২৮ জন সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাছিত সেলিম।