সিলেটবুধবার , ১৫ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাজিদুর রহমান সাজিদের প্রেমের মিনার !

Ruhul Amin
নভেম্বর ১৫, ২০১৭ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফুলবনে বহে খুশি সমীরণে ফুল,
আজ দেখি নেচে নেচে খায় শাখে দোল।
প্রজাপতি উড়ে উড়ে কাননে বেড়ায়,
খুশির ললিত রেণু সকলে বিলায়।
গুনগুন করে অলি ধায় দলে দলে,
কান পেতে শুন তারা কোন্ কথা বলে।
দোয়েল- কোয়েল-শ্যামা কত জাতি পাখি,
বাগান মাথায় তোলে সুরে সুরে ডাকি।
হরষে মধুর তানে জমে প্রাণমেলা,
ধিনাকধিনাক বাজে ভরা সাঁঝবেলা।
ফুলেরা উদারচিত্তে সুবাস ছড়ায়,
আমার মানসপটে স্মৃতিরা বেড়ায়।
কত সুখ-দুখ-ব্যথা হৃদছেঁড়া গান,
কত যে আবেগে নীল আঁখিজলে স্নান।
বেদনার নীলসিয়া বিরহি দুপুর,
আজো মনে ভাসে রং কাজলি নূপুর।
চপল-চটুল ভাষা গালে কালো তিল,
বিনে সুতে আজো বাঁধা বিমনার দিল।
বেলা শেষে ভাবি আর শোক হৃদে পাই,
কী হবে আমার যদি সব ভুলে যাই।
স্মৃতির সুরক্ষা দিতে এক জাদুঘর,
তিলে তিলে গড়ে তোলে এই নিশাচর।
সেটি ওই গুলবাগে সুষমা বিলায়,
বিহগ কূজনে দেখো সুবাস ছড়ায়।
তাই ফুলবনে খুশি রূপের বাহার,
মহাকাল ধরে রবে প্রেমের মিনার।