সিলেটরবিবার , ১৯ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বেইজিংয়ে ভবনে অগ্নিকাণ্ড : নিহত ১৯

Ruhul Amin
নভেম্বর ১৯, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

চীনের রাজধানী বেইজিংয়ের দক্ষিণাঞ্চলীয় শহরতলীর একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। চীনের স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, শনিবার ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরো আটজন।

শিনহুয়া নিউজ এজেন্সির এক খবরে বলা হয়েছে, দেক্সিং জেলার শিনজিয়ান গ্রামের একটি ভবনে আগুন লাগার পর দমকল কর্মীদের খবর দেয়া হয়। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টার পর রাত নয়টায় আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা।

অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই দুর্ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি স্থানীয় অগ্নিনির্বাপক দপ্তর এবং জেলা সরকার।

শহরের বিভিন্ন স্থানে সস্তা কাঁচামাল দিয়ে তৈরি করায় প্রায়ই বিভিন্ন ভবনে এ ধরনের দুর্ঘটনা দেখা যায়। বিশেষ করে অন্যান্য দেশ থেকে আসা অভিবাসী শ্রমিকরা কম খরচের জন্য এ ধরনের সস্তা ভবন ভাড়া নিতে আগ্রহী থাকেন।

এ ধরনের ভবনে উন্নত নির্মাণ সামগ্রী খুব কমই ব্যবহার করা হয়। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার দিনও দুইতলা ভবনটিতে লাল সাইনবোর্ডে কম খরচে অ্যাপার্টমেন্ট ভাড়া হবে বলে বিজ্ঞাপন ঝুলছিল।