সিলেটমঙ্গলবার , ২১ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইন কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ত্বকি

Ruhul Amin
নভেম্বর ২১, ২০১৭ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  বাহরাইনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের কিশোর হাফেজ সাইফুর রহমান ত্বকি শুক্রবার (১৭ নভেম্বর) দুবাই হয়ে বাহরাইন গেছেন। হাফেজ ত্বকির সঙ্গে বিশ্বজয়ী হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজের প্রিন্সিপাল হাফেজ নেসার আহমদ আন নাসিরি রয়েছেন। তিনি ত্বকির সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

 

অনলাইনে আবেদনের ভিত্তিতে ত্বকি বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। প্রতিযোগিতায় সাইফুর রহমান ত্বকি বিশ্বের ৭৬টি দেশ থেকে আগত প্রায় শতাধিক হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিযোগিতাটি বেশ মর্যাদাপূর্ণ হিসেবে পরিচিত। 

চলতি বছর সাইফুর রহমান ত্বকি কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭২টি দেশের মধ্য দ্বিতীয় হয়েছিলেন। ২০১৪ সালে এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলোর প্রতিযোগিতায় ৩০ হাজার হাফেজদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়া ২০১৭ হুফফাজুল কোরআন আয়োজিত প্রতিযোগিতায়ও প্রথম স্থান লাভ করেন। 

হাফেজ সাইফুল ইসলাম ত্বকি যাত্রাবাড়ির মাদরাসা মারকাজুত তাহফিজের ছাত্র। এই মাদরাসার ছাত্ররা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বহু পুরস্কার লাভ করেছেন।