সিলেটবুধবার , ২২ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কওমী স্টুডেন্ট ফোরাম সিলেট এম.সি কলেজের কমিটি গঠন

Ruhul Amin
নভেম্বর ২২, ২০১৭ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

সিলেট রিপোর্ট: কওমী স্টুডেন্ট ফোরাম এম.সি কলেজ, সিলেট’র কাউন্সিল অধিবেশন  ২২ নভেম্বর বুধবার নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়। ফোরামের আহ্বায়ক সদরুল হাসানের সভাপতিত্বে ও হুসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সদরুল হাসানকে সভাপতি এবং আলতাফ হুসাইনকে সাধারণ সম্পাদক করে ২০১৭-১৮ সেশনের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ফোরামের উপদেষ্টা ও কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ছাত্রনেতা বিলাল আহমদ চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহজালাল ইউনিভার্সিটির মেধাবী ছাত্র খলিল বিন এখলাছ, এম কে এম নিজাম, জারির হুসাইন, শামসুল আরেফীন শাকিল, মনসুর আহমদ, আশরাফ আলী, মুহাম্মদ সাইফুল্লাহ, হাফিয রিয়াজ, আফছার আহমদ, মনজুর আহমদ, দেলোয়ার হুসাইন, উমায়রুল হাসান, মাহবুবুর রহমান প্রমুখ।

ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০১৭-১৮):
(১)সভাপতি-সদরুল হাসান, দর্শন
(২)সহ সভাপতি-হুসাইন আহমদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
(৩)সহ সভাপতি-আব্দুল ওয়াদুদ বাবর, রাষ্ট্রবিজ্ঞান
(৪)সহ সভাপতি-তারেক হাসান চৌধুরী, সমাজবিজ্ঞান
(৫)সাধারণ সম্পাদক-আলতাফ হুসাইন, ডিগ্রী
(৬)যুগ্ম সাধারণ সম্পাদক-মুক্তাদির আলম মুখতার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
(৭)সহ সাধারণ সম্পাদক-আব্দুল আউয়াল হাসান, রাষ্ট্রবিজ্ঞান
(৮)সাংগঠনিক সম্পাদক-হাবিবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান
(৯)সহ সাংগঠনিক সম্পাদক-সালাহউদ্দিন, দর্শন
(১০)প্রচার সম্পাদক-ইসমাইল আহমদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
(১১)সহ প্রচার সম্পাদক-কাওসার আহমদ, রাষ্ট্রবিজ্ঞান
(১২)অর্থ সম্পাদক-ইমরান আহমদ, দর্শন
(১৩)সহ অর্থ সম্পাদক-আব্দুর রাজ্জাক রাজিক, রাষ্ট্রবিজ্ঞান
(১৪)সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক-ফয়যুর রহমান, ইংরেজি
(১৫)অফিস ও পাঠাগার সম্পাদক-খালেদ সাইফুল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান
(১৬)সদস্য-মুজাহিদ হাসান, ইতিহাস
(১৭)সদস্য-সায়্যিদুল ইসলাম সাহিদ, রাষ্ট্রবিজ্ঞান
(১৮)সদস্য-আব্দুল্লাহ আল মামুন, বাংলা
(১৯)সদস্য-মুজিবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান
(২০)সদস্য-ইমদাদুল হক ইমরান, সমাজবিজ্ঞান
(২১)সদস্য-তোফায়েল আহমদ, সমাজবিজ্ঞান
(২২)সদস্য-হাফিজ বিন ফজল, দর্শন
(২৩)সদস্য-ফয়যুল হাসান, বাংলা
(২৪)সদস্য-আহমদ যুবায়ের, রাষ্ট্রবিজ্ঞান
(২৫)সদস্য-ফাহিম আহমদ সুমন, বাংলা।