সিলেটবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সিটির জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী এডভোকেট জুবায়ের মতবিনিময়

Ruhul Amin
নভেম্বর ২৩, ২০১৭ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

 
সিলেট রিপোর্ট:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগর আমীর ও সিলেট সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন- পূণ্যভুমি সিলেট হচ্ছে দেশের আধ্যাত্মিক রাজধানী। তাই এই শহরের গুরুত্ব ও মর্যাদা অনেক। সিলেটকে উন্নত নগরী হিসেবে গড়তে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী কৌশল। এক্ষেত্রে এক্সপার্ট প্রকৌশলীদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় সন্ত্রাস, দুর্নীতি ও দারিদ্রমুক্ত সিলেট নগরী গড়াই আমার প্রধান লক্ষ্য। সিলেটে রয়েছে দীর্ঘদিনের লালিত রাজনৈতিক সহনশীলতা ও সহমর্মিতার উজ্জল দৃষ্ঠান্ত। যদিও ঐতিহ্যবাহী রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ঠের অনেক ষড়যন্ত্র হয়েছে। তারপরও আমাদের মাঝে সামাজিক বন্ধন দেশের অন্যান্য শহরের তুলনায় সুদৃঢ় রয়েছে। একটি নগরীকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে একা কোন ব্যক্তি বা দলের পক্ষে সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় তাই সম্ভব হবে। সিটি নির্বাচনে আমার প্রার্থীতা নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। এটা যেহেতু স্থানীয় নির্বাচন তাই আমরা তা করতে দৃঢ় সংকল্প।
 বুধবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার ফোরাম সিলেট মহানগর-এর উদ্যোগে আসন্ন সিলেট সিটি নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ফোরামের প্রধান উপদেষ্ঠা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে নিয়ে প্রকৌশলীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপনের সভাপতিত্বে ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জাকারিয়া পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো: ফখরুল ইসলাম।
ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত মত বিনিময় সভায় শতাধিক প্রকৌশলী অংশ নেন। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, বাংলাদেশ ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল সিলেট-এর সেক্রেটারী এডভোকেট আলিম উদ্দীন, বিশিষ্ট আইনজীবি এডভোকেট জামিল আহমদ রাজু, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান চৌধুরী সোহেল, আইডিইবি সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার নুরুল কিবরিয়া, ইঞ্জিনিয়ার লায়েক আহমদ, ইঞ্জিনিয়ার আশিষ কেšরী, ইঞ্জিনিয়ার হাফিজ মামুন আহমদ, ইঞ্জিনিয়ার এনামুল হক, ইঞ্জিনিয়ার জাফর আলী, ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার আব্দুল মুহিব, আর্কিটেকচার ইবরাহিম, ইঞ্জিনিয়ার আব্দুল মুহিত, ইঞ্জিনিয়ার আঙ্গুর আলী, ইঞ্জিনিয়ার ফজলুর রহমান, ইঞ্জিনিয়ার মনোজ দেব, ইঞ্জিনিয়ার খোকন আহমদ, ইঞ্জিনিয়ার সুমন আহমদ, ইঞ্জিনিয়ার মেরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার ফারুক আহমদ, ইঞ্জিনিয়ার মাসুম আহমদ, ইঞ্জিনিয়ার ইমরান আহমদ, ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ, ইঞ্জিনিয়ার আতাউর রহমান, ইঞ্জিনিয়ার তারেক আহমদ, ইঞ্জিনিয়ার আরিফ আহমদ, ইঞ্জিনিয়ার টিপু, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো: ফখরুল ইসলাম বলেন- অতীতে আমরা অনেক মেয়র দেখেছি। তাদের কর্মকান্ডও দেখার সুযোগ হয়েছে। নগর বাসীর প্রত্যাশা পুরনে আমরা সৎ, যোগ্য ও মেধাবী প্রার্থী মনোনীত করেছি। আগামী বছরের শুরুর দিকে দেশে ৫টি সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে আমরা সিলেট সিটি নির্বাচনকে অত্যাধিক গুরুত্ব দিয়ে প্রার্থী মনোনয়ন করেছি। পরিচ্ছন্ন রাজনীতির অহংকার এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের-এর প্রার্থীতার ঘোষনার দিনে সিলেট জেলা বারের আইনজীবিদের বক্তব্যে আমরা অনুপ্রাণিত হয়ে সামনে চলার প্রত্যয় ব্যক্ত করেছি। আইনজীবিদের পর প্রকৌশলীদের নিয়ে মতবিনিময় করেছি। পর্যায়ক্রমে আমরা সকল শ্রেনী পেশার মানুষের সাথে মত বিনিময় করে কাংখিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবো।
আমরা নগরবাসীর ভবিষ্যত অভিভাবক হিসেবে যাকে মনোনীত করেছি, সেই এডভোকেট জুবায়ের-এর রয়েছে সিলেটের মাটি ও মানুষের সাথে গভীর সম্পর্ক। তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি গৌরবোজ্জল ভুমিকা পালন করে এসেছেন। দেশ ও জাতির জন্য জামায়াতের ত্যাগের ইতিহাস কারো ভুলে যাওয়ার কথা নয়। আমাদের কতজন মানুষ শহীদ হয়েছে, কারাবরণ, জুলুম-নিপীড়নের শিকার হয়েছেন তা জাতি অবগত রয়েছে। তাই জাতির বৃহত্তর প্রয়োজনকে সামনে রেখেই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা প্রতিদ্বন্দিতার করতে প্রস্তুত রয়েছি। এ নিয়ে সংশয়ের কোন অবকাশ নেই।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইঞ্জিনিয়ার ফোরাম সিলেট মহানগর-এর সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহন কবির রিপন বলেন- সিলেট জেলা বারের একজন সিনিয়র সদস্য ও সর্বজন শ্রদ্ধেয় আইনজীবি হিসেবে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে আমাদের ফোরাম শুধু সমর্থন করেনি। এডভোকেট জুবায়ের-এর বিজয় নিশ্চিত করতে ইঞ্জিনিয়ার ফোরাম নিজ নিজ অবস্থান যা যা করনিয় সব করতে অঙ্গিকারাবদ্ধ। পূন্যভুমি সিলেট-এর নগরপিতার দায়িত্ব এডভোকেট জুবায়ের এর উপর অর্পিত হলে নগরবাসী একজন সৎ, যোগ্য ও মেধাবী অভিভাবক পাবেন বলে আমরা দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করছি। নিজ নিজ অবস্থান থেকে এডভোকেট জুবায়ের-এর বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ইনশাআল্লাহ।