সিলেটশুক্রবার , ২৪ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের পরিবেশ আমাকে মুগ্ধ করেছে : মাওলানা লিসানুল হক

Ruhul Amin
নভেম্বর ২৪, ২০১৭ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বিশিষ্ট আলেম,লেখক-চিন্তক,চট্টগ্রাম নানুপুর জমিরিয়া মাদরাসার শিক্ষক মাওলানা লিসানুল হক শাহরুমী এখন সিলেটে অবস্থান করছেন। দুই দিনের এক সংক্ষিপ্ত সফরে তিনি গতকাল সিলেট আগমন করেন। আজ (২৪ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে তিনি ”ইর্য়ক বাংলা” সিলেট অফিসের আয়োজনে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট রিপোর্ট ডটকম সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাফিজ শিব্বির আহমদ রাজি, পুষ্পকলি সাহিত্য সংঘ সিলেটের সেক্রেটারী শাহিদ আহমদ হাতিমী.আব্দুল মজিচদ প্রমুখ। মাওলানা লিসানুল হক বাংলায় সিরাত সাহিত্যে মাওলানা মুহিউদ্দীন খানের বিশেষ অবদান স্মৃতি চারণ করে বলেন, মাসিক মদীনা,মুসলিম জাহান ও মদীনা পাবলিকেশন্স এর মাধ্যমে অনেক খেদমত হয়েছে। আমরাতো মুহিউদ্দীন খান (র) এর মাধ্যমেই এই পথের যাত্রী। আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ও কবি মুসা আল হাফিজকে তিনি আমাদের জাতীয় সম্পদ বলে আখ্যায়িত করে বলেন,সিলেটের পরিবেশ বিশেষ করে তরুণ আলেমদের মধ্যে সাহিত্য-সাংবাদিকতা চর্চার ব্যাপক আগ্রহ দেখে আমি মুগ্ধ।’

মতবিনিময় শেষে রুহুল আমীন নগরী তার লিখিত কিছু প্রকাশনা সামগ্রী ও ইর্য়ক বাংলা উপহার দেন মাওলানা লিসানুল হককে।