সিলেটশনিবার , ২৫ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর ভাষণ স্বীকৃতি লাভ করায় সিলেটে আনন্দ শোভাযাত্রা

Ruhul Amin
নভেম্বর ২৫, ২০১৭ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

 

 সিলেট রিপোর্ট:  স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর” বিশ্ব প্রমান্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভ করায় ঐতিহাসিক দলিলের স্বীকৃতি দেশের মানুষকে সাথে নিয়ে উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ উপলক্ষ্যে আজ (২৫ নভেম্বর)  শনিবার সারা দেশের মতো সিলেট জেলা প্রশাসন সকাল সাড়ে ১০টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করে।আনন্দ শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার মাধ্যমে শোভাযাত্রা কর্মসূচী শেষ হয়। আজ সন্ধ্যা ৬ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে স্বাধীনতার আলোকে কনসার্ট, এ আয়োজন শেষ হলে রাত ৭ টার দিকে শহীদ মিনারেই প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিলের স্বীকৃতি হচ্ছে গোটা জাতীর জন্য আনন্দের এবং গর্বের। তাই এ আনন্দ উৎসবে জেলা প্রশাসনের কর্মসূচীতে,মুক্তিযোদ্ভা জেলা ও মহানগর কমান্ড বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন সঙগঠন আন্ন্দ শোভাযাত্রায় অঙশ গ্রহন করে। জেলা প্রশাসনের পাশাপাশি কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয়ভাবেও সকল পর্যায়ের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেয়া হয়েছে। 
শোভাযাত্রায় সরকারী ও বেসরকারী বিপুল কর্মকর্তা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার শোভাযাত্রা উপলক্ষে পুরো নগরী যেন এক রেসকোর্স ময়দানে পরিনত হয়েছিল। সকাল থেকেই বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠান জড়ো হতে থাকে সিলেট রেজিস্টারী ময়দানে।

আননন্দ শোভা যাত্রাটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর আওয়ামীলীগ, সিলেট অনলাইন প্রেসক্লাব, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারী বিভিন্ন দপ্তর ও সর্বস্থরের মানুষ অংশ নেন।

শোভাযাত্রা শেষে শহীদ মিনারে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, এসএমপির উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার ভবতোষ রায় ভর্মন প্রমূখ।