সিলেটশনিবার , ২৫ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আটক সৌদি প্রিন্সদের পেটাতে মার্কিন পেটুয়াবাহিনী ভাড়া

Ruhul Amin
নভেম্বর ২৫, ২০১৭ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  আটক সৌদি প্রিন্সদের ওপর নির্যাতনের জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান যুক্তরাষ্ট্রের ঠিকাদার প্রতিষ্ঠান ‘ব্ল্যাকওয়াটার’ থেকে নির্যাতনকারীদের ভাড়া করে এনেছেন। যুক্তরাজ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি মেইল সৌদি আরবের একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, সৌদি আরবের ধনকুবের আল-ওয়ালিদ বিন তালালকে নির্যাতনের সময় পা ওপরের দিকে বেঁধে পেটানো হয়েছে। এ কাজ করেছে যুক্তরাষ্ট্র থেকে ভাড়া করা বেসরকারি নিরাপত্তা ঠিকাদাররা।

ডেইলি মেইলের খবরে আরও বলা হয়, সৌদি প্রিন্সদের আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে নেতৃত্ব দিয়ছে ‘ব্লাকওয়াটার’ থেকে ভাড়া করা লোকজন। তবে ‘ব্লাকওয়াটার’ সৌদি আরবে লোক ভাড়া দেওয়ার কথা জোরালভাবে অস্বীকার করেছে। তারা বলছে, মার্কিন নাগরিকদের এ ধরনের কাজের দায়িত্ব নেওয়া অবৈধ। ৩২ বছর বয়সী ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান এখন সৌদি আরবের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সৌদি সূত্রটি জানিয়েছে, ওইসব ভাড়া করা লোকজনই আটক প্রিন্সদের মারধর ও নির্যাতন চালাচ্ছে। তারা প্রিন্সদের ইচ্ছামতো অশ্লীল গালিগালাজ ও চড়-থাপ্পড় থেকে শুরু করে সব ধরনের নির্যাতন চালাচ্ছে। ৪ নভেম্বর সৌদি আরবের ১১ জন প্রিন্স এবং বর্তমান ও সাবেক ৩০ মন্ত্রীকে আটক করা হয়। এর মধ্যে ধনকুবের ওয়ালিদ বিন তালাল রয়েছেন।