সিলেটরবিবার , ২৬ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

”যাঁদের ত্যাগে এ ইলম পেলাম” এর লেখক মাহবুবুর রহমান নিজামী সিলেটে

Ruhul Amin
নভেম্বর ২৬, ২০১৭ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সি.ডি. এ সরকারী জামে মসজিদ মেহেদবিাগ,চট্রগ্রামের পেশ ইমাম, ”যাঁদের ত্যাগে এ ইলম পেলাম” উর্দু-বাংলা ঐতিহাসিক গ্রন্থের লেখক মাওলানা মাহবুবুর রহমান নিজামী এক সংক্ষিপ্ত সফরে শনিবার সিলেট এসেছেন। শনিবার (২৫ নভেম্বর) রাতে তিনি মাওলানা আশরাফ আলী শায়খে বিশ্বনাথী (র) প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া বিশ্বনাথে মাসিক আল ফারুক পত্রিকা কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় মাসিক আল ফারুক এর সম্পাদক মন্ডলীর সভাপতি মাওলানা রশীদ আহমদ, জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, জামিয়ার মুহাদ্দিস মুফতি খন্দকার হারুনুর রশীদ, সিলেট রিপোর্ট ডটকম এর সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, ছাত্র জমিয়ত নেতা হাসান বিন ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
গবেষক আলেম মাওলানা মাহবুবুর রহমান নিজামী গতকাল খলিফায়ে মাদানী শায়খুল মাশায়েখ আল্লামা আব্দুল করিম শায়খে কৌড়িয়া, জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক সভাপতি মাওলানা আশরাফ আলী বিশ্বনাথী (র) এর কবর জিয়ারত করেন। রোববার তিনি খলিফায়ে মাদানী হযরত লুৎফুর রহমান শায়খে বর্ণভী (র) এর প্রতিষ্ঠিত বরুনা মাদরাসা পরির্দশন ও মরহুমের কবর জিয়ারত করেন। এর আগে আল্লামা নূর উদ্দীন আহমদ গহরপুরী (র) এর কবর জিয়ারত করেন। তিনি উলামায়ে দেওবন্দের ঐতিহ্যবাহী বিভিন্ন দ্বীনী প্রতিষ্ঠান সমুহ স্বচক্ষে দেখ্গেবেষণা মুলক একটি বই লিখেছেন। ইতিমধ্যে ৭শত পৃষ্টায় ”যাঁদের ত্যাগে এ ইলম পেলাম” উর্দু-বাংলা চার কালারের সচিত্র প্রতিবেদন সহ একটি বই প্রকাশিত হয়েছে। এতে সিলেটসহ দেশের অর্ধশত আলেমের জীবনী স্থান পেয়েছে।