সিলেটবুধবার , ৬ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাইআতুল উলয়ার বৈঠকে ৩২ সদস্যের কমিটি বহাল

Ruhul Amin
ডিসেম্বর ৬, ২০১৭ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারি প্রতিনিধি: সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর দায়িত্বশীলদের বৈঠক আজ চট্টগ্রামে মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
এতে পূর্বের কমিটি চূড়ান্তসহ অমিমাংসিত বিষয়ের সমাধান করা হয়েছে। বৈঠকে সব বোর্ডের নেতারা সিদ্ধান্তের উপর একমত হয়েছেন বলে জানা যায়।
সকাল ১০টায় শুরু হওয়া বৈঠক জোহর পর্যন্ত চলে। হাইআতুল উলয়ার চেয়ার‌ম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, সদস্য আল্লামা নূর হোসাইন কাসেমী, মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আবদুল কুদ্দুছ, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মুফতি রুহুল আমীন, মাওলানা শামসুল হক, মুফতী শাসমুদ্দীন জিয়া, মাওলানা আব্দুল বাসীর, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা মাহমুদুল আলম, মাওলানা মোহাম্মাদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমূদ, মাওলানা আব্দুল হামীদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মুছলিহুদ্দীন রাজু, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুফতী জসীমুদ্দীন, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুফতী নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা আবদুল জব্বার জেহাদী।

আসুস্থতার কারণে আল্লামা আবদুল হালিম বুখারী, আল্লামা আনোয়ার শাহ ও মাওলানা মোস্তাফা আজাদ বৈঠকে উপস্থিত হতে পারেননি। তবে তারা প্রতিনিধি পাঠিয়েছেন।

বৈঠক সূত্র জানায়, কওমি মাদরাসার সরকারি স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের অধীন নয় বরং হাইআতুল উলয়ার আধীনেই নেয়া হবে। কর্তৃপক্ষ আইন ভিত্তিতে মাস্টার্সের সনদ দেবে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া কো চেয়ারম্যান ২ নিয়োগের যে আবেদন এসেছিল সেটি আপাতত হচ্ছে না বলে জানা যায়। আল্লামা আহমদ শফী পূর্বের ৩২ সদস্যের কমিটি বহাল রেখেছেন এবং এটাতে কোনো রকম পরিবর্তন এ মুহূর্তে প্রয়োজন নেই বলেন মত দেন। সভায় তার সঙ্গে ঐক্যমতে আসেন উপস্থিত সদস্যরা।