সিলেটবুধবার , ৬ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের পাশে ফ্রান্সে অবস্থানরত সিলেটী আলেমগন

Ruhul Amin
ডিসেম্বর ৬, ২০১৭ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ফ্রান্সে অবস্থানরত সিলেটের তরুণ উলামায়ে কেরামগণের সেবামূলক সংগঠন ‘পাইওনিয়ার সোস্যাল অর্গানাইজেশন ফ্রান্স’’র পক্ষ থেকে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী অসহায় নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে। সার্বিক খোঁজ নিতে এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের জন্য সংগঠনের প্রতিনিধিদল গত ৩ ডিসেম্বর রবিবার কক্সবাজার পৌছেন। প্রতিনিধিদল রবিবার রাতে কক্সবাজার হাসপাতালের রোহিঙ্গা ইউনিটে চিকিৎসাধীন পুরুষ মহিলা ও শিশুদের মধ্যে নগদ অর্থ বিতরণ করে। ৪ ডিসেম্বর সোমবার কক্সবাজার জেলাধীন উখিয়া, টেকনাফে কুতুপালং, বালুখালী, থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এবং নিরমানাধীন মসজিদ মাদরাসা সহ রোহিঙ্গাদের জন্য নির্মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ স্থানীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে এবং তাদের মাঝে প্রয়োজনীয় অর্থ প্রদান করেন। এ সময় দলের মধ্যে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অসহায় রোহিঙ্গা মুসলমান পুরুষ, নারী, শিশু, বৃদ্ধা, গর্ভবতী মহিলা সহ কয়েক শতাধিক পরিবারে আর্থিক অনুদান প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মুফতি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও জামেয়া নয়াসড়ক সিলেটের সিনিয়র মুহাদ্দিস মুফতি হারুনুর রশিদের নেতৃত্বে ৯ সদস্যের কাফেলায় অন্যান্যদের মধ্যে ছিলেন জামেয়া নয়াসড়কের মুহাদ্দিস হাফেজ মাওলানা আব্দুল্লাহ শাহজাহান, শাহপরান মাদরাসার শিক্ষক মুফতি জাবের আহমদ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা সুজাত আহমদ, আব্দুল করীম হেলালী, মাওলানা সিদ্দিক আহমদ সালেহ, মাওলানা আলমগির গাজী প্রমুখ।
উল্লেখ্য, এই সংগঠন ইতিপূর্বে চলিত বছরের ফেব্রুয়ারি মাসে একটি প্রতিনিধি দলের মাধ্যমে রোহিঙ্গাদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করে।