সিলেটবুধবার , ৬ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

Ruhul Amin
ডিসেম্বর ৬, ২০১৭ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় বিজিবি – বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুরে বিরেন্দ্রনগর কোম্পানীর অধীনস্থ চারাগাও বিওপির দায়িত্বপূর্ন এলাকায় সীমান্ত পিলার ১১৯৫/৩ এস হতে ২৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্টিত হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশ বিজিবি পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি),অপরদিকে ভারতের বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন ৫৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এন কে গাঙ্গলী। এছাড়াও এসময় পতাকা বৈঠকে ২৮ বর্ডারগার্ট ব্যাটালিয়নের স্টাফ অফিসার, কোম্পানী কমান্ডার, ক্যাম্প কমান্ডার এবং ভারতের ৫৮ বিএসএফ ব্যাটালিয়নের স্টাফ অফিসার, কোম্পানী কমান্ডার, ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকে দুইদেশের মধ্যে সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ, বাংলাদেশী নাগরিক কতৃক অবৈধ ভাবে ভারতের অভ্যন্তরে পাথর/কয়লা উত্তোলন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। প্রায় ২ঘন্টা আলোচনা শেষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠকটি শেষ হয়।